মাহিন সরকার : [২] ব্যক্তিগত ৬ রানের সময় জীবন পেয়েছিলেন মুশফিক। জয়বিক্রমার বলে স্লিপে ক্যাচ ধরতে ব্যর্থ হয়েছিলেন থিরামান্নে। এরপর আরও একবার উড়িয়ে মেরেছিলেন; তবে নো ম্যানস ল্যান্ডে হওয়াতে বেঁচে যান। তৃতীয়বার আর বাঁচতে পারেননি; ব্যক্তিগত ৪০ রানে মেন্ডিসের বলে লেগ স্লিপে ধরা পড়েন ধনাঞ্জয়া ডি সিলভ্যার হাতে।
[৩] সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: দ্বিতীয় ইনিংস- ১৭১/৫ (মেহেদি ০*, লিটন ১২*) ;প্রথম ইনিংস- ২৫১ শ্রীলঙ্কা: দ্বিতীয় ইনিংস- ১৯৪/৯ ডিক্লে; প্রথম ইনিংস ৪৯৩/৭ ডিক্লে।