শিরোনাম
◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শাহজালালে সৌদি ফেরত যাত্রীর কাছ থেকে সোয়া দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার, বিমানকর্মীসহ আটক ২

সুজন কৈরী: [২] হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাতে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা সমমূল্যের ৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

[৩] আটকরা হলেন- যাত্রী মমেনুর রহমান ও তাকে গ্রিন চ্যানেল অতিক্রমে সহায়তা কারী বিমানকর্মী মো. নজরুল ফরাজি। তাদের বাড়ি নরসিংদী জেলায়।

[৪] ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক জানান, স্বর্ণ চোরাচালানের তথ্যে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় সৌদি আরব থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে আসেন মমেনুর রহমান। তাকে গ্রিন চ্যানেল অতিক্রমে সহায়তা করেন বিমানকর্মী নজরুল ফরাজি। গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাদের কাছে কোনও স্বর্ণ বা স্বর্ণালঙ্কার থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তারা অস্বীকার করেন।

[৫] পরে যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে একটি চার্জার লাইটের মোটরের ভেতর সোনার বারের অস্তিত্ব পাওয়া যায়। চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

[৬] উদ্ধার স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ বিমানকর্মীকে থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়