শিরোনাম
◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:৫৭ সকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন বছর আগে কটূক্তির অভিযোগে সুইডেনপ্রবাসী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে গতকাল একজনকে আটক করেছে পুলিশ। আটক খালেদ কুদ্দুস শিকদার ওরফে আবু সায়েম (৪০) উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

সুইডেন প্রবাসী আবু সায়েম প্রবাসে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও অশালীন বিদ্বেষমূলক মন্তব্য করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বিদ্বেষমূলক পোস্ট করেন। এ ব্যাপারে গতকাল বাংলাদেশ কৃষক লীগ জকিগঞ্জ পৌর সভাপতি কামরুল ইসলাম ফারুকী মিন্টু বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা করেছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯ তাকে সিলেট শহরের মেজরটিলা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মামলার বাদী কামরুল ইসলাম ফারুকী মিন্টু জানান, আবু সায়েম একেক জায়গায় একেক নাম ব্যবহার করে প্রতারণা করে থাকে। সুইডেনে থাকাকালে তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ায় সে দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়।

র‌্যাব-৯-এর সুনামগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ রাসেল জানান, মামলা দায়েরের পরপরই বৃহস্পতিবার রাতে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট শহরতলির মেজরটিলা এলাকার একটি বাসা থেকে খালেদ কুদ্দুস শিকদারকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার রাতে কৃষক লীগ জকিগঞ্জ পৌর শাখার সভাপতি কামরুল ইসলাম বাদী হয়ে সুইডেন থেকে আসা প্রবাসী খালেদ কুদ্দুস শিকদারের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে অভিযোগটি ৩০ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ওই মামলায় র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে জকিগঞ্জ থানায় হস্তান্তর করে।

ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্র- প্রথম আলো ও সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়