শিরোনাম
◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না ◈ বিশ্বকাপের আগে জাপানের কাছে হারলো ব্রাজিল  ◈ সিঙ্গাপুরের কাছে হে‌রে গে‌লো ভারত, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পথ আরও কঠিন হল সুনীলদের ◈ জুলাই সনদ চূড়ান্ত, যেসব বিষয়ে একমত বা ভিন্নমত রাজনৈতিক দলগুলোর ◈ মাতৃত্বকালীন ভাতা: অনলাইনে আবেদন পদ্ধতি ও শর্তাবলি

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:৫৭ সকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন বছর আগে কটূক্তির অভিযোগে সুইডেনপ্রবাসী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে গতকাল একজনকে আটক করেছে পুলিশ। আটক খালেদ কুদ্দুস শিকদার ওরফে আবু সায়েম (৪০) উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

সুইডেন প্রবাসী আবু সায়েম প্রবাসে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও অশালীন বিদ্বেষমূলক মন্তব্য করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বিদ্বেষমূলক পোস্ট করেন। এ ব্যাপারে গতকাল বাংলাদেশ কৃষক লীগ জকিগঞ্জ পৌর সভাপতি কামরুল ইসলাম ফারুকী মিন্টু বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা করেছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯ তাকে সিলেট শহরের মেজরটিলা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মামলার বাদী কামরুল ইসলাম ফারুকী মিন্টু জানান, আবু সায়েম একেক জায়গায় একেক নাম ব্যবহার করে প্রতারণা করে থাকে। সুইডেনে থাকাকালে তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ায় সে দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়।

র‌্যাব-৯-এর সুনামগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ রাসেল জানান, মামলা দায়েরের পরপরই বৃহস্পতিবার রাতে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট শহরতলির মেজরটিলা এলাকার একটি বাসা থেকে খালেদ কুদ্দুস শিকদারকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার রাতে কৃষক লীগ জকিগঞ্জ পৌর শাখার সভাপতি কামরুল ইসলাম বাদী হয়ে সুইডেন থেকে আসা প্রবাসী খালেদ কুদ্দুস শিকদারের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে অভিযোগটি ৩০ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ওই মামলায় র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে জকিগঞ্জ থানায় হস্তান্তর করে।

ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্র- প্রথম আলো ও সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়