শরীফ শাওন: [২] উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে একটি সভার আয়োজন করা হয়েছে।
[৩] দেশের ৪৬টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আররী বিশ্ববিদ্যালয় ও ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি ৩৯টিতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। এবার ২৯ পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।