শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামইরহাটে ৮ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ হেল বাকী: [২] ঘটনাটি উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রামরামপুর তেলিপাড়া মুদিপাড়া গ্রামে ঘটে। নিহত শিশুর নাম মিম খাতুন। শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

[৩] জানা গেছে, মুদিপাড়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে সেলিনা খাতুনের সাথে নয় বছর আগে ফয়জুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের এক বছর পর মিম নামে এক মেয়ে সন্তান জন্ম লাভ করে। মিমের বয়স ৩০ দিন হলে তার বাবা ফয়জুল ইসলাম মারা যায়। পরে মিমের মায়ের অন্যত্র বিয়ে হয়।

[৪] ছোটবেলা থেকে মিম নানা বাড়ীতে থাকতো। নানা বাড়ীর সকলে তাকে বেশ ভালোবাসত। কিন্তু হঠাৎ পরিবারের সবার অজান্তে দুপুর ২টার দিকে বাড়ীর অদূরে জলেশ্বরী পুকুরের পশ্চিম পাশে আম গাছের ডালের সাথে গামছা গলায় পেঁচিয়ে শিশু মিম আত্মহত্যা করে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পত্নীতলা সার্কেল আফতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৫] এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না পেলে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়