শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলকে হাসিখুশি রাখছেন বিরাট কোহলি ও আনুষ্কা

স্পোর্টস ডেস্ক: [২] করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল গোটা দেশ। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। সঙ্গে ততটাই ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এই কঠিন পরিস্থিতিতে ভারতে চলা আইপিএল টুর্নামেন্টে নিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর সহ খেলোয়াড়দের মনমেজাজ ফুরফুরে আখ্যা যথাসাধ্য চেষ্টা করছেন দলের ক্যাপ্টেন বিরাট কোহলি।

[৩] এই কাজে ক্যাপ্টেন কোহলিকে যোগ্য সংগত করছেন তার স্ত্রী বলি-অভিনেত্রী আনুষ্কা শর্মা। একসঙ্গে ক্রিকেটের অনুশীলন করা ছাড়া আরসিবির দলের সদস্যদের সঙ্গে জিম সেশন করা ছাড়া চুটিয়ে আড্ডা মারার তো রয়েইছে। পাশাপাশি জানা গেছে দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গেও এই সুযোগে দেদার আড্ডা মারছেন বিরাট-আনুষ্কা। এমনকি তাদের সঙ্গে ছবি তোলার আবদারও একগাল হাসি নিয়ে রাজি হয়ে যাচ্ছেন বিরুষ্কা। ঘটনার প্রমাণ সোশ্যাল মিডিয়া।

[৪] সদ্য আরসিবি দলের অন্যতম নবীন সদস্য শচীন বেবির আব্দারে তার সঙ্গে হাসিমুখে ছবি তুললেন বিরুষ্কা। ইনস্টাগ্রামে সে ছবি পোস্টও করেছেন এই তরুণ ক্রিকেটার। ছবিতে দেখা যাচ্ছে,শচীনের কাঁধে হাত রেখে ও অন্যপাশে স্ত্রী আনুষ্কাকে পাশে নিয়ে চশমা চোখে একগাল হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন কিং কোহলি। হাসি লেগে রয়েছে আনুষ্কার মুখেও। সবাই যে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ছবি থেকেই তা স্পষ্ট।

[৫] বির ক্যাপশনে শচীন লেখেন, দুর্দান্ত মানুষদের পাশে পাওয়াটা সত্যিকারের আনন্দের ব্যাপার। শচীনের মতো বিরুষ্কার এই ব্যবহারের মুগ্ধ নেটিজেনরাও। ছবির কমেন্ট বক্সে এই জুটির উদ্দেশে তাই প্রশংসা আসতে দেরি হয়নি মোটেই।

[৬] চলতি সপ্তাহের শুরুর দিকে আরসিবির আরেক তরুণ ক্রিকেটার গ্যাব্রিয়েল বেনও বিরুষ্কার সঙ্গে নিজের তোলা ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তিনি যে রীতিমতো আগ্রহ নিয়ে এই ছবির জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন তা ছবির ক্যাপশনেই দিব্যি বোঝা গেছে। এই এক জুটির সঙ্গে ছবি তুলে গ্যাব্রিয়েলের ক্যাপশন,অবশেষে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত পেলাম বিরাট ভাইয়া ও অনুষ্কা ম্যামের সৌজন্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়