শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০২:১৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর ৩ দিন শুটিং করলেই রোজিনার ‘ফিরে দেখা’ শেষ

ইমরুল শাহেদ: এক সময়ের খ্যাতিমান অভিনেত্রী রোজিনা সম্প্রতি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ‘ফিরে দেখা’ ছবির আউটডোর লোকেশনের কাজ শেষ করেছেন এবং অনুদানের নীতিমালা অনুসারে ত্রিশভাগ কাজ তথ্যমন্ত্রণালয়ে জমাও দিয়েছেন। ইলিয়াস কাঞ্চন জানান, তার কাজ শেষ হয়ে গেছে।

এখন তিনি ডাবিং শেষ করলেই তার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। এছবিতে তিনি রোজিনার বিপরীতে কাজ করছেন। জানা গেছে, রোজিনা ছবিটি পরিচালনা করলেও তিনি তাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে প্রথম সিনেমাটি নির্মাণ করছেন।

গল্পটি মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি ঘটনা অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচিত হয়েছে। গোয়ালন্দের এই গ্রামটিতেই রোজিনার নানার বাড়ি। ৭১ এর যুদ্ধের সময় নানাবাড়িতেই ছিলেন তিনি। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় তার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনা তুলে ধরছেন ফিরে দেখা সিনেমায়। রোজিনা গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের দৃশ্যের ২-৩দিন শুটিং করলে শেষ হবে ফিরে দেখা। তবে করোনার কারণে শুটিং সম্ভব হচ্ছে না। এই সময়ে কারিগরি কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আমরা চাইছি পরিস্থিতি স্বাভাবিক হলেই কোরবানীর ঈদে ছবিটি মুক্তি দিতে চাই।’ ছবিটিতে রোজিনা-ইলিয়াস কাঞ্চন স্বামী-স্ত্রী। এছাড়া রোজিনার ভাইয়ের চরিত্রে আছেন নিরব। তিনি একজন মুক্তিযোদ্ধা। প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন নিরব। তার বিপরীতে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া। অনন্য মামুনের ছবিতে একটি অশ্লীল দৃশ্যে অভিনয় করে সমালোচিত অর্চিতা এবং নিরব বড় পর্দার জন্য এই প্রথম জুটি হয়েছেন। মার্চ মাসের শুরুতে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হয়েছিলো ছবিটির শুটিং।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়