শিরোনাম
◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০২:১৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর ৩ দিন শুটিং করলেই রোজিনার ‘ফিরে দেখা’ শেষ

ইমরুল শাহেদ: এক সময়ের খ্যাতিমান অভিনেত্রী রোজিনা সম্প্রতি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ‘ফিরে দেখা’ ছবির আউটডোর লোকেশনের কাজ শেষ করেছেন এবং অনুদানের নীতিমালা অনুসারে ত্রিশভাগ কাজ তথ্যমন্ত্রণালয়ে জমাও দিয়েছেন। ইলিয়াস কাঞ্চন জানান, তার কাজ শেষ হয়ে গেছে।

এখন তিনি ডাবিং শেষ করলেই তার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। এছবিতে তিনি রোজিনার বিপরীতে কাজ করছেন। জানা গেছে, রোজিনা ছবিটি পরিচালনা করলেও তিনি তাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে প্রথম সিনেমাটি নির্মাণ করছেন।

গল্পটি মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি ঘটনা অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচিত হয়েছে। গোয়ালন্দের এই গ্রামটিতেই রোজিনার নানার বাড়ি। ৭১ এর যুদ্ধের সময় নানাবাড়িতেই ছিলেন তিনি। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় তার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনা তুলে ধরছেন ফিরে দেখা সিনেমায়। রোজিনা গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের দৃশ্যের ২-৩দিন শুটিং করলে শেষ হবে ফিরে দেখা। তবে করোনার কারণে শুটিং সম্ভব হচ্ছে না। এই সময়ে কারিগরি কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আমরা চাইছি পরিস্থিতি স্বাভাবিক হলেই কোরবানীর ঈদে ছবিটি মুক্তি দিতে চাই।’ ছবিটিতে রোজিনা-ইলিয়াস কাঞ্চন স্বামী-স্ত্রী। এছাড়া রোজিনার ভাইয়ের চরিত্রে আছেন নিরব। তিনি একজন মুক্তিযোদ্ধা। প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন নিরব। তার বিপরীতে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া। অনন্য মামুনের ছবিতে একটি অশ্লীল দৃশ্যে অভিনয় করে সমালোচিত অর্চিতা এবং নিরব বড় পর্দার জন্য এই প্রথম জুটি হয়েছেন। মার্চ মাসের শুরুতে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হয়েছিলো ছবিটির শুটিং।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়