শিরোনাম
◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল? ◈ দেশজুড়ে শীতের দাপট বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০২:১৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর ৩ দিন শুটিং করলেই রোজিনার ‘ফিরে দেখা’ শেষ

ইমরুল শাহেদ: এক সময়ের খ্যাতিমান অভিনেত্রী রোজিনা সম্প্রতি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ‘ফিরে দেখা’ ছবির আউটডোর লোকেশনের কাজ শেষ করেছেন এবং অনুদানের নীতিমালা অনুসারে ত্রিশভাগ কাজ তথ্যমন্ত্রণালয়ে জমাও দিয়েছেন। ইলিয়াস কাঞ্চন জানান, তার কাজ শেষ হয়ে গেছে।

এখন তিনি ডাবিং শেষ করলেই তার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। এছবিতে তিনি রোজিনার বিপরীতে কাজ করছেন। জানা গেছে, রোজিনা ছবিটি পরিচালনা করলেও তিনি তাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে প্রথম সিনেমাটি নির্মাণ করছেন।

গল্পটি মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি ঘটনা অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচিত হয়েছে। গোয়ালন্দের এই গ্রামটিতেই রোজিনার নানার বাড়ি। ৭১ এর যুদ্ধের সময় নানাবাড়িতেই ছিলেন তিনি। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় তার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনা তুলে ধরছেন ফিরে দেখা সিনেমায়। রোজিনা গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের দৃশ্যের ২-৩দিন শুটিং করলে শেষ হবে ফিরে দেখা। তবে করোনার কারণে শুটিং সম্ভব হচ্ছে না। এই সময়ে কারিগরি কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আমরা চাইছি পরিস্থিতি স্বাভাবিক হলেই কোরবানীর ঈদে ছবিটি মুক্তি দিতে চাই।’ ছবিটিতে রোজিনা-ইলিয়াস কাঞ্চন স্বামী-স্ত্রী। এছাড়া রোজিনার ভাইয়ের চরিত্রে আছেন নিরব। তিনি একজন মুক্তিযোদ্ধা। প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন নিরব। তার বিপরীতে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া। অনন্য মামুনের ছবিতে একটি অশ্লীল দৃশ্যে অভিনয় করে সমালোচিত অর্চিতা এবং নিরব বড় পর্দার জন্য এই প্রথম জুটি হয়েছেন। মার্চ মাসের শুরুতে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হয়েছিলো ছবিটির শুটিং।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়