শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের পণ্যবাহী শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা না থাকায় করোনার ট্রিপল ভেরিয়্যান্ট সংক্রমণের ঝুঁকিতে রংপুর

ডেস্ক নিউজ: রংপুর বিভাগের ৪টি স্থলবন্দর দিয়ে প্রতিদিন দেশে ঢুকছে সহস্রাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক। তবে, করোনা থেকে সুরক্ষায় ট্রাকের চালক ও সহকারীদের জন্য নেই যথাযথ ব্যবস্থা। তারা দেশে ঢুকে চলাফেরা করছেন অবাধে, মিশছেন স্থানীয়দের সঙ্গেও।

স্বাস্থ্য বিভাগ বলছে, এখনই কার্যকর ব্যবস্থা নেয়া না হলে, ভারতে ছড়িয়ে পড়া করোনার ট্রিপল ভেরিয়্যান্ট ছড়িয়ে পড়বে দেশে।

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় সাড়ে ৩শ' ভারতীয় পণ্যবাহী ট্রাক চলাচল করছে। তবে করোনারোধে ট্রাকের চালক-সহকারীদের জন্য নেই কার্যকর কোন ব্যবস্থা।

শ্রমিকরা দেশে ঢুকে চলাফেরা করছেন খেয়াল খুশি মতো। মিশছেন বাংলাদেশি চালক ও স্থানীয়দের সঙ্গে।

যদিও বন্দর কর্তৃপক্ষের দাবি-স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছেন তারা। বাংলাবান্ধা বন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি এবং এবং কোভিড-১৯ এর যে প্রটোকল এগুলা মেনে চলার চেষ্টা করছি। আমরা প্রতিদিন তিন চারবার করে মাইকিং করছি সচেতন সৃষ্টি করা জন্য। যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক বিতরণ করছি।

একই চিত্র লালমনিরহাটের বুড়িমারী ও কুড়িগ্রামের সোনাহাট ও দিনাজপুরের হিলি স্থলবন্দরে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা।

সীমিত জনবল নিয়ে এত মানুষের করোনা পরীক্ষা দুঃসাধ্য বলছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাছান। তিনি বলেন, চার থেকে ছয়শ মানুষ প্রতিদিন ভারত থেকে আসছে। সীমিত জনবল দিয়ে এতো সংখ্যক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা প্রায় অসম্ভব ব্যাপার।

স্বাস্থ্য বিভাগ বলছে, ভারতের খুব কাছাকাছি হওয়ায় সেদেশে ছড়িয়ে পড়া করোনার ট্রিপল ভেরিয়্যান্ট সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে রংপুর। এখনই সীমান্তগুলোতে কঠোর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

রংপুর বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার মোহাম্মদ আহাদ আলী বলেন, স্বাস্থ্য বিভাগের যেসব কর্মীরা সেখানে কাজ করছে তারা খুব সচেতনভাবেই কাজ করছে। এছাড়া বন্দরের যারা লোক পারাপারে কাজ করে তাদেরকেও যথেষ্ট সচেতন হতে হবে। কেউ যেন কোনভাবেই না আসতে পারে।

সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে বন্দর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয়দের। সূত্র: ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়