মহসীন কবির: [২] বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা দেড়টার দিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল (অব:) মো: মাহবুবুর রহমান সাংবাদিকদের একথা বলেন।সময় ও ডিবিসি টিভি
[৩] তিনি বলেন, ইতোমধ্যে ৩৫টি দেশ চীনের সিনোর্ফামের টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে। দেড় সপ্তাহের মধ্যে উপহার হিসেবে ৫ লাখ কোভিড টিকা আসবে ।
[৪] মাহবুবুর রহমান বলেন, আজকে আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে।
[৫] সম্প্রতি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সঙ্কটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতা তৈরি হয়। এর পরপরই রাশিয়ার ‘স্পুটনিক-পাঁচ’ অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। আজ অনুমোদন দেয়া হলো চীনের তৈরি টিকা সিনোফার্মের। এ নিয়ে দ্রুত দুটি নতুন টিকার অনুমোদন দেয়া হল।