শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:০১ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজ্জাকুল হায়দার চৌধুরী: স্বাস্থ্যবিধি আরও কড়াকড়িভাবে মানতে হবে

রাজ্জাকুল হায়দার চৌধুরী: জনস্বাস্থ বিশেষজ্ঞ সাহেবদের একটাই কথা লকডাউন। সব বন্ধ করে দাও। ঘরে বন্দী থাকো। ছয় থেকে আট কোটি লোক হাওয়া খেয়ে বাঁচবে? রাষ্ট্র এতো মানুষকে কতোদিন খাওয়াবার সক্ষমতা রাখে? দেশে উন্নয়ন, নিয়মনীতি মানার কথা উঠলেই ইউরোপ আমেরিকার উদাহরণ দেন তারা। করোনার কথা উঠলে বলে সেগুলো বাদ দিয়ে চীন ভিয়েতনাম কিউবার কথা বলেন।

চীন ভিয়েতনাম কিউবা কমিউনিস্ট দেশ সরকার যা বলে জনগনকে শুনতে বাধ্য করা হয়। প্রথম লকডাউন পুলিশ কিছু পথচারীকে পিটালে সামাজিক ও গন মাধ্যমে তোলপাড়। পুলিশ ছেড়ে দে মা কেঁদে বাঁচি।

আমেরিকার লোকসংখ্যা ৩৫ কোটি। সর্ব সূচকে তাঁরা পৃথিবীর এক নম্বর। তাদের দেশে এ পর্যনত কোভিডে জীবন গেছে প্রায় ৬ লাখ মানুষের। আমাদের লোক সংখ্যা তাদের অর্ধেক। অর্থনীতি, চিকিৎসা সব ক্ষেত্রেই আমরা কতো পিছনে বলা বাহুল্য। ধরলাম আমেরিকা ও আমরা সমানে সমান তাহলে আমাদের  মারা যাওয়ার কথা ৩ লাখ। অথচ এ পর্যন্ত মারা গেছে ১২ হাজারের মতো। সিঙ্গাপুরের লোক সংখ্যা ৫০ লাখ। আমরা ৩৫ গুণ বেশি। এই হিসাবে ও আমাদের মরার কথা ৩৫ হাজার। কোন হিসেবেই আমরা খারাপ নেই। তবে আমাদের আরো অনেক ভালো থাকা উচিত। আমাদের চেষ্টা করতে হবে স্বাস্থ্যবিধি আরও কড়াকড়িভাবে মানতে হবে। আমরা পূর্বেও পেরেছি সামনেও পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়