শিরোনাম
◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:০১ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজ্জাকুল হায়দার চৌধুরী: স্বাস্থ্যবিধি আরও কড়াকড়িভাবে মানতে হবে

রাজ্জাকুল হায়দার চৌধুরী: জনস্বাস্থ বিশেষজ্ঞ সাহেবদের একটাই কথা লকডাউন। সব বন্ধ করে দাও। ঘরে বন্দী থাকো। ছয় থেকে আট কোটি লোক হাওয়া খেয়ে বাঁচবে? রাষ্ট্র এতো মানুষকে কতোদিন খাওয়াবার সক্ষমতা রাখে? দেশে উন্নয়ন, নিয়মনীতি মানার কথা উঠলেই ইউরোপ আমেরিকার উদাহরণ দেন তারা। করোনার কথা উঠলে বলে সেগুলো বাদ দিয়ে চীন ভিয়েতনাম কিউবার কথা বলেন।

চীন ভিয়েতনাম কিউবা কমিউনিস্ট দেশ সরকার যা বলে জনগনকে শুনতে বাধ্য করা হয়। প্রথম লকডাউন পুলিশ কিছু পথচারীকে পিটালে সামাজিক ও গন মাধ্যমে তোলপাড়। পুলিশ ছেড়ে দে মা কেঁদে বাঁচি।

আমেরিকার লোকসংখ্যা ৩৫ কোটি। সর্ব সূচকে তাঁরা পৃথিবীর এক নম্বর। তাদের দেশে এ পর্যনত কোভিডে জীবন গেছে প্রায় ৬ লাখ মানুষের। আমাদের লোক সংখ্যা তাদের অর্ধেক। অর্থনীতি, চিকিৎসা সব ক্ষেত্রেই আমরা কতো পিছনে বলা বাহুল্য। ধরলাম আমেরিকা ও আমরা সমানে সমান তাহলে আমাদের  মারা যাওয়ার কথা ৩ লাখ। অথচ এ পর্যন্ত মারা গেছে ১২ হাজারের মতো। সিঙ্গাপুরের লোক সংখ্যা ৫০ লাখ। আমরা ৩৫ গুণ বেশি। এই হিসাবে ও আমাদের মরার কথা ৩৫ হাজার। কোন হিসেবেই আমরা খারাপ নেই। তবে আমাদের আরো অনেক ভালো থাকা উচিত। আমাদের চেষ্টা করতে হবে স্বাস্থ্যবিধি আরও কড়াকড়িভাবে মানতে হবে। আমরা পূর্বেও পেরেছি সামনেও পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়