শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পু‌লি‌শের সহায়তায় অবস্থাপন্ন অভিভাবকের কাছ থেকে ৬ মাসের টিউশনির টাকা বুঝে পেল যুবক

সুজন কৈরী : বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা বলেন, রাজশাহী ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য স্নাতক পাস করা এক ছাত্র বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশ ফেইসবুক পেইজের ইনবক্সে রিপোর্ট করেন।

তিনি জানান, রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানা এলাকায় এক ভদ্রলোকের সন্তানকে মৌখিক চুক্তিতে ছয় মাস পড়িয়েছেন। কিন্তু দিবো দিচ্ছি বলে তার টিউশন ফি ছয় মাস ধরে বকেয়া রাখা হয়েছে। টাকা চাইতে গেলে তার সাথে বাক-বিতন্ডা হয়। কোনোভাবেই নিজের কষ্টার্জিত টিউশন ফি বুঝে না পেয়ে এক পর্যায়ে ছাত্রটি পুলিশের সহযোগিতা চায়।

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং তাকে বোয়ালিয়া থানায় এই বিষয়টি রিপোর্ট করতে পরামর্শ দেয় এবং বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণকে নির্দেশনা দেয় সমস্যাটি সমাধানে আইনী উদ্যোগ নিতে। এরপর বোয়ালিয়া থানা এই বিষয়টির দ্রুত সমাধানে উদ্যোগী হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও অভিভাবক ভদ্রলোক ওই ছাত্রের টিউশন ফি পরিশোধ করছিলেন না। পরে বোয়ালিয়া থানা পুলিশের উদ্যোগে দ্রুততম সময়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতায় ভুক্তভোগী ছাত্র তার টিউশনির টাকা বুঝে পেয়েছে।

টাকা বুঝে পাওয়ার পর ওই ছাত্র পুলিশকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আসসালামুআলাইকুম স্যার। আমি আমার পাওনা টাকা পুরো বুঝে পেয়েছি। আপনাদের আদেশ এবং বোয়ালিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আমি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ আপনাদের সহায় হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়