শিরোনাম
◈ জাতীয় নির্বাচ‌নের দিন গণভোটে 'হ্যাঁ' জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয় ◈ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা: একনেক বৈঠক ◈ নীলফামারীর হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা ◈ যেভাবে রশি ছাড়াই ১০১ তালা বিল্ডিংয়ে উঠলেন আমেরিকান যুবক! (ভিডিও) ◈ ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ওসি-এসআইকে অবরুদ্ধ করে কান ধরে উঠবস করালো জনতা (ভিডিও) ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে  আর্সেনালকে হারিয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ জয় শাহকে তোপ পি‌সি‌বির সা‌বেক প্রধ‌া‌নের, আই‌সি‌সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় ◈ বাংলাদেশের বয়কটে ধাক্কা ইডেনের! ফেরত হবে টিকিটের দাম ◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পু‌লি‌শের সহায়তায় অবস্থাপন্ন অভিভাবকের কাছ থেকে ৬ মাসের টিউশনির টাকা বুঝে পেল যুবক

সুজন কৈরী : বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা বলেন, রাজশাহী ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য স্নাতক পাস করা এক ছাত্র বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশ ফেইসবুক পেইজের ইনবক্সে রিপোর্ট করেন।

তিনি জানান, রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানা এলাকায় এক ভদ্রলোকের সন্তানকে মৌখিক চুক্তিতে ছয় মাস পড়িয়েছেন। কিন্তু দিবো দিচ্ছি বলে তার টিউশন ফি ছয় মাস ধরে বকেয়া রাখা হয়েছে। টাকা চাইতে গেলে তার সাথে বাক-বিতন্ডা হয়। কোনোভাবেই নিজের কষ্টার্জিত টিউশন ফি বুঝে না পেয়ে এক পর্যায়ে ছাত্রটি পুলিশের সহযোগিতা চায়।

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং তাকে বোয়ালিয়া থানায় এই বিষয়টি রিপোর্ট করতে পরামর্শ দেয় এবং বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণকে নির্দেশনা দেয় সমস্যাটি সমাধানে আইনী উদ্যোগ নিতে। এরপর বোয়ালিয়া থানা এই বিষয়টির দ্রুত সমাধানে উদ্যোগী হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও অভিভাবক ভদ্রলোক ওই ছাত্রের টিউশন ফি পরিশোধ করছিলেন না। পরে বোয়ালিয়া থানা পুলিশের উদ্যোগে দ্রুততম সময়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতায় ভুক্তভোগী ছাত্র তার টিউশনির টাকা বুঝে পেয়েছে।

টাকা বুঝে পাওয়ার পর ওই ছাত্র পুলিশকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আসসালামুআলাইকুম স্যার। আমি আমার পাওনা টাকা পুরো বুঝে পেয়েছি। আপনাদের আদেশ এবং বোয়ালিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আমি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ আপনাদের সহায় হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়