শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পু‌লি‌শের সহায়তায় অবস্থাপন্ন অভিভাবকের কাছ থেকে ৬ মাসের টিউশনির টাকা বুঝে পেল যুবক

সুজন কৈরী : বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা বলেন, রাজশাহী ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য স্নাতক পাস করা এক ছাত্র বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশ ফেইসবুক পেইজের ইনবক্সে রিপোর্ট করেন।

তিনি জানান, রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানা এলাকায় এক ভদ্রলোকের সন্তানকে মৌখিক চুক্তিতে ছয় মাস পড়িয়েছেন। কিন্তু দিবো দিচ্ছি বলে তার টিউশন ফি ছয় মাস ধরে বকেয়া রাখা হয়েছে। টাকা চাইতে গেলে তার সাথে বাক-বিতন্ডা হয়। কোনোভাবেই নিজের কষ্টার্জিত টিউশন ফি বুঝে না পেয়ে এক পর্যায়ে ছাত্রটি পুলিশের সহযোগিতা চায়।

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং তাকে বোয়ালিয়া থানায় এই বিষয়টি রিপোর্ট করতে পরামর্শ দেয় এবং বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণকে নির্দেশনা দেয় সমস্যাটি সমাধানে আইনী উদ্যোগ নিতে। এরপর বোয়ালিয়া থানা এই বিষয়টির দ্রুত সমাধানে উদ্যোগী হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও অভিভাবক ভদ্রলোক ওই ছাত্রের টিউশন ফি পরিশোধ করছিলেন না। পরে বোয়ালিয়া থানা পুলিশের উদ্যোগে দ্রুততম সময়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতায় ভুক্তভোগী ছাত্র তার টিউশনির টাকা বুঝে পেয়েছে।

টাকা বুঝে পাওয়ার পর ওই ছাত্র পুলিশকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আসসালামুআলাইকুম স্যার। আমি আমার পাওনা টাকা পুরো বুঝে পেয়েছি। আপনাদের আদেশ এবং বোয়ালিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আমি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ আপনাদের সহায় হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়