মনজুর অনিক: [২] নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর ছবি বৃকিত করে ফেসবুকে উস্কানিমূলক পোষ্ট দেওয়ার অপরাধে দুই যুবককে আটক করেছে পুলিশ।
[৩] আটককৃতরা হলেন,সদয় উপজেলা তল্লা এলাকার মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২) ও রুপগঞ্জ উপজেলা নয়াপাড়া এলাকার মৃত কদুমিয়ার ছেলে তরিকুল (২৯)। বুধবার সকালে আটককৃতের আদালতে পাঠয়েছে পুলিশ।
[৪] এ সময়তাদের ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার গবীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
[৫] জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া বিভাগের কর্তকতা হাফিজুর রহমান বলেন,সম্প্রতিক মামুনুল হকের ঘটনায় ফেসবুকে প্রধানমন্ত্রী ও স্বারাষ্ট্রমন্ত্রী দয়ের ছবি বৃকিত করে ফেসবুকে উস্কানিমূলক পোষ্ট দেওয়ার ও হেফাজতের তান্ডবে উস্কানিমূলক পোষ্ট দেওয়ার দুই জনকে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ডিবি পুলিশ।
[৬] গোয়েন্দা তথ্যর ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এবং হেফাজতের ভান্ডবের সাথে তারা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ