শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকার জন্য শিগগিরই চীনের সঙ্গে চুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] বুধবার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ১৫০ শয্যার অ্যাজমা সেন্টারে কোভিড ইউনিট উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। চীনের সঙ্গে চুক্তির বিষয়টি ‘অনেক দূর’ এগিয়েছে। চিঠিপত্র আদান-প্রদান করেছি। অল্পসময়ের মধ্যে আমরা সিনোফার্মের সঙ্গেও চুক্তিবদ্ধ হতে পারব।

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে যেন আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাই। সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিচ্ছেন, বেক্সিমকো তাগিদ দিচ্ছে। আমাদের পক্ষ থেকেও যতটুকু তাগিদ দেওয়া সম্ভব আমরা দিচ্ছি।

[৪] দেশে মার্চের শুরু থেকে দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণ আবার খানিকটা কমে আসার তথ্য তুলে ধরে এই অবস্থান ধরে রাখার ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা খেয়াল করেছি রোগী কমে এসেছে। বর্তমানে প্রায় অর্ধেক শয্যা খালি আছে। অর্থাৎ চাপ কমে গেছে। এর পেছনে অনেক কারণ আছে। লোকজন মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে। এছাড়া লকডাউনের কারণে মানুষ ঘর থেকে বের হয়েছে কম। এ কারণে হয়ত এটা হয়েছে। এটা আমাদের জন্য আশার আলো।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানের থেকে দেখা যায়, গত সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা তার আগের সপ্তাহের তুলনায় ২৫ শতাংশ কমেছে। এ সময় নমুনা পরীক্ষাও কমেছে, তবে মৃত্যু বেড়েছে।

[৬] স্বাস্থ্যবিধি না মানলে আবার সংক্রমণ বাড়তে যে ‘সময় লাগবে না’, সে বিষয়ে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের কী অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাই না সে ধরনের পরিবেশ তৈরি হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়