শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:৫১ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে রাজৈরে বিকাশের সেলসম্যান ও ব্যবসায়ীর সোয়া ৪ লক্ষ টাকা ছিনতাই

আকাশ আহম্মেদ সোহেল: [২] উপজেলায় বিকাশের সেলসম্যান আতিকুর রহমানকে (২৫) অচেতন করে সোয়া দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের মিয়াবাড়ি কালাপপাড় ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। আতিকুর মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরের সালাউদ্দিন খানের ছেলে।

[৩] বিকাশের জেলা ডিস্টিবিউর ও প্রমি এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক মোস্তাক আহম্মেদ জানান, দুপুরে কবিরাজপুর থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে মাদারীপুরের দিকে ফিরছিল আতিকুর। পথে বেশকয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল গতিরোধ করে। এসময় তাকে এলোপাথারি কিলঘুষি মারে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত ও মুখে চেতনানাশক খাওয়া হয়। এতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যায়।

[৪] এসময় তার কাছে থাকা নগদ দুই লাখ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকেরহাট এলাকার একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সেখান থেকে তাকে রাজৈর হাসপাতালে এনে ভর্তি করা হয়।

[৫] এর আগে সাড়ে ১২টার দিকে তুরান নামে এক ব্যবসায়ী টেকেরহাট এক্সিম ব্যাংক থেকে টাকা তুলে মোটর সাইকেলযোগে তার নিজ বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ১নং ব্রীজের নিকট ৫/৬জনের ছিনতাইকারী দল তার মোটরসাইকেল গতিরোধ করে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে তার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় ফেলে রেখে চলে যায়।

[৬] ওসি মো. শেখ সাদিক বলেন, ‘দুটি স্থানে ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তারা লিখিত অভিযোগ দিলে পুলিশ ছিনতাইকারীদের যেভাবেই হোক খুঁজে বের করবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়