মাহামুদুল পরশ: [২] রোববার ভারতের তেলেঙ্গানা রাজ্যে এই ঘটনাটি ঘটে। স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা যায় ঐ ব্যক্তির নাম কামারেড্ডি। কামারেড্ডি এবং তার স্ত্রী তেলেঙ্গানা রেলস্টেশনের কাছে একটি বস্তিতে থাকতেন। আনন্দবাজার
[৩] কামারেড্ডি এবং তার স্ত্রী একপ্রকার ভিক্ষাবৃত্তি করেই নিজেদের জিবনযাপন করতেন। বেশকিছুদিন ধরেই কামারেড্ডির স্ত্রী অসুস্থ ছিলেন। কিন্তু নামমাত্র উপার্জনে স্ত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেননি কামারেড্ডি। এমনকি স্ত্রী করোনা আক্রান্ত ছিলো কিনা তাও যানা সম্ভব হয়নি কামারেড্ডির পক্ষে।
[৪] রোববার কামারেড্ডির স্ত্রী মারা গেলে তার সৎকারের জন্য তেলেঙ্গানা রেল কর্তৃপক্ষ কিছু অর্থ দিয়ে সাহায্য করে। কিন্তু সেই অর্থ দিয়েও স্ত্রীকে গাড়িতে করে শশ্মানে নেওয়া যায়নি। করোনায় মারা গেছে সন্দেহে কোনো গাড়ি কামারেড্ডি এবং তার স্ত্রীকে নেয়নি।
[৫] পরে বাধ্য হয়ে স্ত্রীকে কাঁধে তুলে ৩ কিলোমিটার পাড়ি দিয়ে সৎকার করেন কামারেড্ডি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল