শিরোনাম
◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন প্রশাসন ব্লিনকেনকে ইউক্রেনে পাঠাচ্ছেন আগামী মাসে

রাশিদুল ইসলাম : [২] আগামী জুনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আলোচনায় বসার কথা রয়েছে। এছাড়া ইউরোপিয় সম্মেলনে পুতিনের সঙ্গে বাইডেনের সাক্ষাত হওয়ার কথা। একই সঙ্গে আগামী মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন যাচ্ছে ইউক্রেনে। সিএনএন

[৩] এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

[৪] সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ফ্রেইড বলছেন ইউক্রেনে ব্লিনকেনের সফর খুবই গুরুত্বপূর্ণ ও ভাল উদ্যোগ। ক্রেমলিনের আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনকে নিয়ে একটি সঠিক নীতি ও কৌশল নির্ধারণ জরুরি।

[৫] ফ্রেইড এর আগে পোল্যান্ডে ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। এরপর তিনি ইউরোপ ও ইউরোশিয়া এ্যাফেয়ার্সের এ্যাসিসটেন্ট সেক্রেটারি হিসেবে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

[৬] এ মাসের শুরুতে ব্লিনকেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে ব্রাসেলসে এক বৈঠক সারেন। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখণ্ডতা এড়াতে তার দেশে সবসময় সহযোগিতা দিয়ে যাবে বলে ওয়াশিংটের নিশ্চয়তার কথা জানান। ব্লিনকেনের সঙ্গে বৈঠকে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যিনি পড়ে ইউক্রেনের যে কোনো প্রতিরক্ষা প্রয়োজন মেটানোর আশ্বাস দেন।

[৭] অস্টিন ইউক্রেনকে কি ধরনের প্রতিরক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করবে তা পরিস্কার না বললেও ব্রাসেলসে ওই বৈঠকের পর রুশ সেনাবাহিনীকে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সামরিক তৎপরতা বাড়াতে দেখা যায়। রাশিয়া এধরনের সামরিক প্রস্তুতি ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্বের কারণে নয় বলে জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়