শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ নারী দলকে বাছাই পর্ব খেলে কমনওয়েলথ গেমসে যেতে হবে

স্পোর্টস ডেস্ক : [২] ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। যেখানে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে নারী ক্রিকেটারদের। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট আটটি দল। বার্মিংহাম কমনওয়েলথ গেমস খেলার জন্য ইতোমধ্যে সাতটি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

[৩] বাকি এক দল বাছাই পর্ব খেলে জায়গা করে নেবে। সোমবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে এই সাত দলের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দলগুলো হলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

[৪] আইসিসির নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ছয় দল জায়গা পাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। সেই নিয়ম অনুযায়ী, নিজেদের জায়গা নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের। আর স্বাগতিক দেশ হিসেবে থাকছে ইংল্যান্ড।

[৫] এদিকে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যে কারণে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার জন্য বাছাই পর্ব খেলতে হবে সালমা জাহানারাদের। এখন পর্যন্ত বাছাই পর্বের সূচি প্রকাশ না করলেও আগামী ৩১ জুলাই থেকে শুরু হতে পারে বাছাই পর্বের লড়াই।

[৬] যেখানে বাংলাদেশ ছাড়াও বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের নারীদের। ২০২২ সালের ৩১ জানুয়ারির মধ্যে অষ্টম দল চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়