শিরোনাম
◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে করোনায় কর্মহীন মানুষের মধ্যে সরকারি সহায়তা প্রদান

রাঙামাটি প্রতিনিধি: [২] চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে জেলায় প্রায় দুই কোটির অধিক টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে। প্রধামনমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এসব বরাদ্দ দেওয়া হয়েছে।

[৩] এ ছাড়া জেলার দুঃস্থ পরিবার এবং আসন্ন মাছ ধরা বন্ধকালীন জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানিয়েছেন।

[৪] রোববার বিকাল ৩টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, সদরসহ জেলার মোট ১০ উপজেলার ৫০ ইউনিয়নে করোনায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণ সহায়তা দিতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মোট ২৫ লাখ ২০ হাজার টাকা, রাঙামাটি পৌরসভায় ২ লাখ টাকা, বাঘাইছড়ি পৌরসভায় ১ লাখ টাকা এবং রাঙামাটি জেলা প্রশাসনকে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

[৫] এছাড়া ১০ উপজেলার ৫০ ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পরিবার প্রতি নগদ ৫০০ টাকা করে বিতরণের জন্য ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব বরাদ্দ বিতরণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে উপবরাদ্দ দেওয়া হয়েছে- যেগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি জেলার দুঃস্থ মানুষের মধ্যে ভিজিএফ চাল বিতরণ চলছে।

[৬] এ মৌসুমে কাপ্তাই হ্রদে হ্রদে আসন্ন মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে এসব বরাদ্দও পাওয়া গেছে বলে জানান, জেলা প্রশাসক। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়