শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার বঙ্গবন্ধু শস্যচিত্রে প্রকল্পের ধান কাটার উদ্বোধন

জিএম মিজান : [২] গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়া বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা এলাকায় ৪০একর, যা ১২০বিঘা কৃষি জমিতে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রকল্পের ধান কাটা উদ্বোধন আগামীকাল।

[৩] উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। অনুষ্ঠান পরিচালনা করবেন শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদে সদস্য সচিব কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান।

[৪] জানা যায়, ১২০ বিঘা জমির ধান কাটার পরে সে ধানগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়া হবে এবং এর কিছু অংশ স্থানীয় কৃষক এবং এই প্রকল্প কাজের সঙ্গে জড়িত শ্রমিকদের দেয়া হবে। গত ২৯জানুয়ারি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা ধান গাছের চারা রোপণের মধ্যে দিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন। শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতির আয়তন ১২লাখ ৯২হাজার বর্গফুট। দৈর্ঘ্য ৪০০ মিটার এবং প্রস্থ ৩০০ মিটার। এর আগে, ২০১৯ সালে চীনে তৈরি শস্য চিত্রটির আয়তন ছিলো ৮লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। ফলে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।

[৫] শেরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও শস্যচিত্রের এই প্রকল্প জরিপ টিমের প্রধান সাবরিনা শারমিন এ প্রতিবেদক-কে বলেন, আমার নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম পরিমাপের কাজ করেছেন। সার্ভে কাজ করছেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাইফুল ইসলাম। তাকে সহযোগিতা করছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুল আলম, চেইনম্যান উজ্জ্বলসহ অন্যান্যরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়