শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিতাসে মসজিদের ইমামের বেতন আদায় করতে গিয়ে হামলায় ৫ জন আহত

তাসীন তিহামী : [২] কুমিল্লার তিতাসে মসজিদের ইমামের বকেয়া বেতন আদায় করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] শুক্রবার বিকালে উপজেলার রাজাপুর গ্রামের ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনার সাথে জড়িত থাকায় রাতে দুই জনকে আটক করেছে পুলিশ।

[৪] পুলিশ, স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের সময় উপজেলার রাজাপুর ভুঁইয়া বাড়ি জামে মসজিদের ইমাম সাহেবের বকেয়া বেতন আদায়ের বিষয়টি উত্থাপন করা হয়। এসময় আরিফ মাস্টারের ছেলে পলাশ মিয়া বকেয়া বেতন পরিশোধের তাগাদা দিলে এক পর্যায়ে মিজানুর রহমানের ৩ ছেলে হাসান মিয়া, টিটু মিয়া ও আতিক মিয়া বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। এর জের ধরে নামাজের পর হাসান মিয়া ও তার লোকজন পলাশের বাড়িতে হামলা চালায়। এসময় পলাশ মিয়া, ভাই আলী আহাম্মদ, বোন পিংকি আক্তার, মা পারুল বেগম ও মোস্তাক ভুঁইয়ার মেয়ে মরিয়ম আক্তার আহত হয়। এদের মধ্যে পলাশের মাথা ফেটে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে পাঠানো হয়।

[৫] এদিকে পলাশের মা পারুল বেগম বাদী হয়ে ৫জন আসামী করে তিতাস থানা মামলা করে (মামলা নং-১৪)। পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে টিটু মিয়া ও কড়িকান্দি ফুফুর বাড়ি থেকে হাসান মিয়াকে আটক করে।

[৬] এব্যাপারে তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। মামলার পরিপ্রেক্ষিতে ২জনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়