শিরোনাম
◈ ভারতে খেলতে অনিচ্ছা, বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ জেসুসের জোড়া গোলে ইন্টার মিলান‌কে হারা‌লো আর্সেনাল ◈ কাল থেকে ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াবে প্রার্থীরা ◈ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ◈ ১৫ ফেব্রুয়ারি পুরুষ ও ম‌হিলা ক্রিকে‌টে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ ভারতের কাশ্মীরে মসজিদগুলোতে ব্যক্তিগত ও গোপন তথ্য চেয়ে ফর্ম বিলি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মোনা‌কোর জা‌লে রিয়াল মা‌দ্রিদের ৬ গোল ◈ রাজনৈতিকদলসহ নানামুখী চাপে ইসি, আচরণ বিধি লঙঘনের অভিযোগ বাড়ছে ◈ দীর্ঘ দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান ◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৪ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিকশা থেকে ছিটকে পড়ল যাত্রী পিষে মারলো ট্রাক

জিএম মিজান: বগুড়ার শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কে দশমাইল নামক স্থানে মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাটিকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৬টায় দূর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মিজানুর রহমান (৩৫)। সে উপজেলার শেরুয়া বটতলা গ্রামের আবু তালেবের ছেলে।

জানা যায়, শেরপুর গাড়ীদহ বাজার থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কে দশমাইল নামক স্থানে পৌঁছালে অপর একটি অটোরিকশা ওভারটেকিং করতে গিয়ে অটোরিকশা একজন যাত্রী মহাসড়কে সিটকে পড়ে যায় এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিজানুর রহমানের মৃত্যু হয়। অটোরিকশাটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশ্বে পড়ে যাওয়ায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। অটোরিকশাটি আটক করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরির্দশক বানিউল আনাম এ প্রতিবেদক-কে বলেন, লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়