শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৪ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিকশা থেকে ছিটকে পড়ল যাত্রী পিষে মারলো ট্রাক

জিএম মিজান: বগুড়ার শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কে দশমাইল নামক স্থানে মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাটিকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৬টায় দূর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মিজানুর রহমান (৩৫)। সে উপজেলার শেরুয়া বটতলা গ্রামের আবু তালেবের ছেলে।

জানা যায়, শেরপুর গাড়ীদহ বাজার থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কে দশমাইল নামক স্থানে পৌঁছালে অপর একটি অটোরিকশা ওভারটেকিং করতে গিয়ে অটোরিকশা একজন যাত্রী মহাসড়কে সিটকে পড়ে যায় এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিজানুর রহমানের মৃত্যু হয়। অটোরিকশাটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশ্বে পড়ে যাওয়ায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। অটোরিকশাটি আটক করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরির্দশক বানিউল আনাম এ প্রতিবেদক-কে বলেন, লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়