শিরোনাম
◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ ◈ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৪ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিকশা থেকে ছিটকে পড়ল যাত্রী পিষে মারলো ট্রাক

জিএম মিজান: বগুড়ার শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কে দশমাইল নামক স্থানে মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাটিকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৬টায় দূর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মিজানুর রহমান (৩৫)। সে উপজেলার শেরুয়া বটতলা গ্রামের আবু তালেবের ছেলে।

জানা যায়, শেরপুর গাড়ীদহ বাজার থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কে দশমাইল নামক স্থানে পৌঁছালে অপর একটি অটোরিকশা ওভারটেকিং করতে গিয়ে অটোরিকশা একজন যাত্রী মহাসড়কে সিটকে পড়ে যায় এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিজানুর রহমানের মৃত্যু হয়। অটোরিকশাটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশ্বে পড়ে যাওয়ায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। অটোরিকশাটি আটক করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরির্দশক বানিউল আনাম এ প্রতিবেদক-কে বলেন, লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়