শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৪ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিকশা থেকে ছিটকে পড়ল যাত্রী পিষে মারলো ট্রাক

জিএম মিজান: বগুড়ার শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কে দশমাইল নামক স্থানে মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাটিকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৬টায় দূর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মিজানুর রহমান (৩৫)। সে উপজেলার শেরুয়া বটতলা গ্রামের আবু তালেবের ছেলে।

জানা যায়, শেরপুর গাড়ীদহ বাজার থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কে দশমাইল নামক স্থানে পৌঁছালে অপর একটি অটোরিকশা ওভারটেকিং করতে গিয়ে অটোরিকশা একজন যাত্রী মহাসড়কে সিটকে পড়ে যায় এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিজানুর রহমানের মৃত্যু হয়। অটোরিকশাটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশ্বে পড়ে যাওয়ায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। অটোরিকশাটি আটক করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরির্দশক বানিউল আনাম এ প্রতিবেদক-কে বলেন, লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়