মনজুর অনিক: [২] এসময় ডাকাতদল মার্কেটের এক নৈশপ্রহরী মিলনের হাত বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে। এবং আরেক এক নৈশপ্রহরী সিদ্দিকুরকে আহত করে।
[৩] শুক্রবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডরিক মাদানী মার্কেটিকে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব, ডিবি, পিবিআই ও থানা পুলিশ। নিহত মিলন মিয়ার পিতার নাম মৃত সালামত উল্ল্যাহ।
[৪] কুরিয়ার সার্ভিস শিরাইল শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, রাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত ডাকাত ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশ্য প্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানকে হাত-পা বেঁধে প্রহার করে মার্কেটের ভেতরে গলির মধ্যে ফেলে রাখে।
[৫] কুরিয়ার সার্ভিসে শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারী, ১টি ওভেন ও টিভি-ফ্রিজসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে একটি পিকআপে করে নিয়ে চলে যায়। এসময় এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারী চালিত ইজিবাইকের দোকান থেকেও ৮টি ব্যাটারী ও ১৫টি চার্জার নিয়ে যায় বলে জানান দোকান মালিক মিন্টু মিয়া।
[৬] সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, ভোরে ডাকাতদল মার্কেটের ৩টি দোকানে থাকা ব্যাটারী ফ্রিজ, ওভেন ও নগত অর্থ সহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়।এতে নৈশপ্রহরী মিলন বাঁধা দিলে তাকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে। আরেক একজনকে আহত হয়। মার্কেটের একটি দোকানের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইমসিন দল। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । সম্পাদনা: জেরিন আহমেদ