জুবায়ের হোসেন:[২] টাঙ্গাইলের মির্জাপুরে করোনা প্রতিরোধে চলমান বিধি নিষেধ উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনার দায়ে একজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে মির্জাপুর বাজারে অবস্থিত বি.এন কোচিং সেন্টারের পরিচালক মো. নাজির আহমদকে অর্থদন্ড দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবারের হোসেন।
[৩] উল্লেখ্য, গত ৬ই এপ্রিল মির্জাপুরে লকডাউন বিরোধী মিছিলে ঝাড় হাতে মিছিল করতে দেখা যায় এই কোচিং পরিচালককে।অর্থদন্ডের সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, করোনা প্রতিরোধে সরকারি বিধি নিষেধ প্রতিপালনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। সম্পাদনা:অনন্যা আফরিন