শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের কাছ থেকে আকাশের শ্রেষ্ঠত্ব কেড়ে নিচ্ছে ইরান: সেন্টকম (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] সেন্ট্রাল কমান্ড কমান্ডার জেনারেল কেনেথ ম্যাককেঞ্জি বলেছেন কোরিয়া যুদ্ধের পর এই প্রথম আকাশের শ্রেষ্ঠত্ব ছাড়াই আমরা অপারেশন চালিয়ে যাচ্ছি। মার্কিন হাউজ আর্মড সার্ভিস কমিটির শুনানিতে গত মঙ্গলবার জেনারেল ম্যাককেঞ্জি একথা বলেন। তেহরান টাইমস/প্রেসটিভি

[৩] মার্কিন জেনারেল বলেন ইরান ব্যাপকভাবে ছোট ও বড় ধরনের ড্রোন নজরদারি ও আক্রমণের জন্যে ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষত ইরান তাদের কার্যক্রম প্রকাশ পছন্দ করে না।

[৪] এদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরীর ছবি ও ফুটেজ ড্রোন থেকে তুলে প্রকাশ করেছে আইআরজিসি।

[৫] ভিডিওতে মার্কিন রণতরির ওপর যুদ্ধ বিমান ও কপ্টারগুলো ছাড়াও সামরিক সরঞ্জাম স্পষ্ট দেখা যাচ্ছে। গত বুধবার রাতে এ ছবি ও ফুটেজ সংগ্রহ করে ইরানি ড্রোন। চারটি শক্তিশালী ড্রোনের একটি স্কোয়াড্রন এসব ছবি ও ফুটেজ সংগ্রহ করে।

[৬] এর আগে আইআরজিসি দাবি করে তারা পারস্য উপসাগরে যে কোনো মার্কিন জাহাজের ওপর গতিবিধি রাখতে এবং তা ইচ্ছে করলে ধ্বংস করতে পারে।

[৭] এর আগে জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেঞ্জি মার্কিন কংগ্রেসকে অবহিত করেছিলেন যে দিনের পর দিন ইরান হুমকি হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার বৃদ্ধির কথাও উল্লেখ করেন মার্কিন জেনারেল।

[৮] ২০১৯ সালের ২০ জুন আইআরজিসি হরমুজ প্রণালীতে একটি মার্কিন আরকিউ-ফোরএ গেøাবাল হক বিএমএমএস-ড নজরদারি ড্রোন ভূপাতিত করে। যুক্তরাষ্ট্র পশ্চিম এশীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে ইরানের ওপর নজরদারি রাখতে ড্রোন ব্যবহার করে আসছে।

https://twitter.com/i/status/1384909993120518149

  • সর্বশেষ
  • জনপ্রিয়