শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের কাছ থেকে আকাশের শ্রেষ্ঠত্ব কেড়ে নিচ্ছে ইরান: সেন্টকম (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] সেন্ট্রাল কমান্ড কমান্ডার জেনারেল কেনেথ ম্যাককেঞ্জি বলেছেন কোরিয়া যুদ্ধের পর এই প্রথম আকাশের শ্রেষ্ঠত্ব ছাড়াই আমরা অপারেশন চালিয়ে যাচ্ছি। মার্কিন হাউজ আর্মড সার্ভিস কমিটির শুনানিতে গত মঙ্গলবার জেনারেল ম্যাককেঞ্জি একথা বলেন। তেহরান টাইমস/প্রেসটিভি

[৩] মার্কিন জেনারেল বলেন ইরান ব্যাপকভাবে ছোট ও বড় ধরনের ড্রোন নজরদারি ও আক্রমণের জন্যে ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষত ইরান তাদের কার্যক্রম প্রকাশ পছন্দ করে না।

[৪] এদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরীর ছবি ও ফুটেজ ড্রোন থেকে তুলে প্রকাশ করেছে আইআরজিসি।

[৫] ভিডিওতে মার্কিন রণতরির ওপর যুদ্ধ বিমান ও কপ্টারগুলো ছাড়াও সামরিক সরঞ্জাম স্পষ্ট দেখা যাচ্ছে। গত বুধবার রাতে এ ছবি ও ফুটেজ সংগ্রহ করে ইরানি ড্রোন। চারটি শক্তিশালী ড্রোনের একটি স্কোয়াড্রন এসব ছবি ও ফুটেজ সংগ্রহ করে।

[৬] এর আগে আইআরজিসি দাবি করে তারা পারস্য উপসাগরে যে কোনো মার্কিন জাহাজের ওপর গতিবিধি রাখতে এবং তা ইচ্ছে করলে ধ্বংস করতে পারে।

[৭] এর আগে জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেঞ্জি মার্কিন কংগ্রেসকে অবহিত করেছিলেন যে দিনের পর দিন ইরান হুমকি হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার বৃদ্ধির কথাও উল্লেখ করেন মার্কিন জেনারেল।

[৮] ২০১৯ সালের ২০ জুন আইআরজিসি হরমুজ প্রণালীতে একটি মার্কিন আরকিউ-ফোরএ গেøাবাল হক বিএমএমএস-ড নজরদারি ড্রোন ভূপাতিত করে। যুক্তরাষ্ট্র পশ্চিম এশীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে ইরানের ওপর নজরদারি রাখতে ড্রোন ব্যবহার করে আসছে।

https://twitter.com/i/status/1384909993120518149

  • সর্বশেষ
  • জনপ্রিয়