শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ৩-৬ মাসের মধ্যে খাদ্যাভাবের মুখে পড়তে যাচ্ছেন ৩০ লাখ মিয়ানমারবাসী

লিহান লিমা: [২] বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী সতর্ক বার্তা দিয়ে বলেছে, মিয়ানমারের ৩৪ লাখের বেশি মানুষ আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে ক্ষুধামন্দার মুখে পড়তে যাচ্ছেন। সংস্থাটি বলছে, মিয়ানমারে খাদ্যদ্রব্যের মূল্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, করোনার কারণে অনেকে চাকরি হারিয়েছেন, দেশটিতে অর্থনৈতিক সংকোচন ও মানবিক সংকট বৃদ্ধি পেয়েছে। রয়টার্স

[৩]ডবিøউএফপি’র মিয়ানমার প্রধান স্টেফান অ্যান্ডারসন বলেন, ‘চাকরি ও রুটি- রোজগারের পথ হারানোর কারণে দরিদ্ররা খাবার কিনতে পারছেন না। গত ১ ফেব্রæয়ারি পর থেকে চাল ও ভোজ্যতেলের মূল্য ৫ থেকে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের অনেক পরিবার ইতোমধ্যেই তিনবেলা খাবার জোগাড় করতে পারছে না, পুষ্টিকর খাবার জোটাতে পারছে না, ঋণগ্রস্ত হয়ে পড়েছে।

[৪]সংস্থাটি ৩৩লাখ মিয়ানমারবাসীকে সহযোগিতা করার জন্য ১০ কোটি ৬০ লাখ ডলারের মানবিক সহায়তা তহবিলের আবেদন জানায়।

[৫]গত ১ ফেব্রæয়ারি প্রেসিডেন্ট উইন মিন্ত ও স্টেট কাউন্সিলর অং সান সু চীকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই বিক্ষোভ, প্রতিবাদ, ধর্মঘটের মুখে পড়ে অস্থিতিশীল হয়ে পড়েছে দেশটি। বন্ধ রয়েছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা , দোকানপাট ও শিল্প-কারখানা। অনেক আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। প্রতিনিয়ত মিয়ানমারে কেউ না কেউ প্রাণ হারাচ্ছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে।

[৬]বিশ্বব্যাংক বলেছে, ২০২১ সালে দেশটির জিডিটি ১০ শতাংশ সংকুচিত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়