শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ৩-৬ মাসের মধ্যে খাদ্যাভাবের মুখে পড়তে যাচ্ছেন ৩০ লাখ মিয়ানমারবাসী

লিহান লিমা: [২] বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী সতর্ক বার্তা দিয়ে বলেছে, মিয়ানমারের ৩৪ লাখের বেশি মানুষ আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে ক্ষুধামন্দার মুখে পড়তে যাচ্ছেন। সংস্থাটি বলছে, মিয়ানমারে খাদ্যদ্রব্যের মূল্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, করোনার কারণে অনেকে চাকরি হারিয়েছেন, দেশটিতে অর্থনৈতিক সংকোচন ও মানবিক সংকট বৃদ্ধি পেয়েছে। রয়টার্স

[৩]ডবিøউএফপি’র মিয়ানমার প্রধান স্টেফান অ্যান্ডারসন বলেন, ‘চাকরি ও রুটি- রোজগারের পথ হারানোর কারণে দরিদ্ররা খাবার কিনতে পারছেন না। গত ১ ফেব্রæয়ারি পর থেকে চাল ও ভোজ্যতেলের মূল্য ৫ থেকে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের অনেক পরিবার ইতোমধ্যেই তিনবেলা খাবার জোগাড় করতে পারছে না, পুষ্টিকর খাবার জোটাতে পারছে না, ঋণগ্রস্ত হয়ে পড়েছে।

[৪]সংস্থাটি ৩৩লাখ মিয়ানমারবাসীকে সহযোগিতা করার জন্য ১০ কোটি ৬০ লাখ ডলারের মানবিক সহায়তা তহবিলের আবেদন জানায়।

[৫]গত ১ ফেব্রæয়ারি প্রেসিডেন্ট উইন মিন্ত ও স্টেট কাউন্সিলর অং সান সু চীকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই বিক্ষোভ, প্রতিবাদ, ধর্মঘটের মুখে পড়ে অস্থিতিশীল হয়ে পড়েছে দেশটি। বন্ধ রয়েছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা , দোকানপাট ও শিল্প-কারখানা। অনেক আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। প্রতিনিয়ত মিয়ানমারে কেউ না কেউ প্রাণ হারাচ্ছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে।

[৬]বিশ্বব্যাংক বলেছে, ২০২১ সালে দেশটির জিডিটি ১০ শতাংশ সংকুচিত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়