মনিরুল ইসলাম: [২] লকডাউনের মাঝে জাতীয় পরিচয়পত্র- এনআইডি’র সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
[৩] বুধবার মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
[৪] ভার্চুয়াল বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ছাড়াও নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
[৫] সভার আলোচনার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার কবিতা খানম সাংবাদিকদের বলেন, সভায় মূলত কর্মকর্তাদের খোঁজ-খবর নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা চালু রাখার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন- একজন বিদেশ যাবেন বা পাসপোর্ট করবেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তা পারছেন না। এমন জরুরি সেবা চালু রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।