মনিরুল ইসলাম: [২] ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য মানসম্পন্ন ও আধুনিক আবাসনস্থল নির্মাণ করা হচ্ছে।
[৩] বুধবার ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নির্মাণাধীন ‘গাবতলী পরিচ্ছন্ন কর্মী নিবাস’ পরিদর্শন করেন।
[৪] ঢাকা উত্তরের মেয়র আতিক বলেন, ২২১ কোটি টাকা ব্যয়ে গাবতলী পরিচ্ছন্ন কর্মী নিবাসে ১৫ তলাবিশিষ্ট চারটি ভবন ছাড়াও চার তলাবিশিষ্ট একটি স্কুল ভবনও নির্মাণ করা হচ্ছে। এখানে টয়লেট, রান্নাঘর ও বারান্দাসহ থাকার কক্ষ সম্বলিত ৭৮৪টি ফ্ল্যাটের প্রতিিটতে একটি করে পরিবারের আবাসনের সুব্যবস্থা থাকবে।
[৫] এ সময় আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নিজের ঐকান্তিক প্রচেষ্টার ফলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য মানসম্পন্ন আবাসনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে। পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কর্মীদের সব পরিবারের জন্যই মানসম্পন্ন আবাসনের সুব্যবস্থা করা হবে।