শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় তালের রস খেয়ে এক গ্রামের অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত

ডেস্ক নিউজ: আক্রান্তদের ১৮ জন স্থানীয়ভাবে চিকিৎসা নেবার পর অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার বিকালে জেলার শ্রীপুর উপজেলার আমলসার বাজার থেকে তারা এই রস কিনে পান করেন বলে জানা গেছে। ডায়রিয়ায় আক্রান্ত প্রায় সকলের বাড়ি শ্রীপুর উপজেলার আমলসার ও কচু বাড়িয়া গ্রামে।

আক্রান্তদের ১৭ জন প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে ৮ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। আক্রান্তদের মধ্যে শিশু, অন্তঃসত্ত্বা নারী ও বৃদ্ধসহ সকল বয়েসের মানুষ রয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি মাসুদ মিয়া জানান, সোমবার বিকালে আমলসার বাজার থেকে ৪ গ্লাস তালের রস কেনেন তিনি ৪০ টাকা দিয়ে। পরে বাড়ি এসে ইফতারের পর পরিবারের ৫ সদস্য মিলে সেই রস খান। এর পর রাতে এক এক পরিবারের সবাই অসুস্থ হলে তারা প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে মঙ্গবার রাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে ডায়রিয়ার সমস্যা নিয়ে ৯ জন ভর্তি হয়েছে। তাদের স্বজনরা জানিয়েছে, তালের রস খেয়ে তাদের এ সমস্যা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। সূত্র: কালের কণ্ঠ অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়