শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে এবার রাজশাহীতে ডিজিটাল আইনে মামলা

মঈন উদ্দীন: [২] বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানায় এই মামলা দায়ের করেছেন, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

[৩] মামলা সূত্র জানা গেছে, গত ১৪ এপ্রিল আমি (রনি) আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখি- ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ( ৩৩ )। ঐ দিন বিকাল ৩ টা ৪০ মিনেটে তার ব্যক্তিগত ফেসবুক আইডি (ঠঢ় ঘঁৎঁষ ঐধয়ঁব ঘঁৎ) দিয়ে ‘প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না!

[৪] ভিপি নুর ” ও আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম উলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে , তাদের চরিত্র হরণ করছে , এরা মুসলমান হতে পারে না । ভিপি নুর ” লিখে পোষ্ট করেছেন ।

[৫] এছাড়াও বিবাদী তার ঐ আইডি দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ সরকার সম্পর্কে মিথ্যা , বানোয়াট মন্তব্য করেছেন । আমি বিবাদীর পোস্টগুলো স্ক্রীনশর্ট দিয়ে রেখেছি । বিবাদী ফেসবুক আইডি দিয়ে লাইভে এসে বলেছেন , “কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ , মাদক ব্যবসায়ী ” সহ আরো অনেক কথাবার্তা বলেছেন ।

[৬] বিষয়টি ইউটিউব এ ব্যাপকভাবে প্রচার পেয়েছে। এতে সামাজিক ও সাম্প্রদায়ি সম্পৃতি বিনষ্ট সহ আইন-শৃংখলা পরিস্থিতি চরম অবনতি ঘটার উপক্রম রয়েছে ।

[৭] এবিষয়ে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সাংবাদিকদের বলেন, নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ যুবলীগের নেতাকর্মীদের সাথে আলোচনা করে এই মামলা করা হয়েছে।

[৮] মামলার বিষয়ে তিনি আরও বলেন, যে ধারায় এই মামলা করা হয়েছে সেই অনুযায়ী শাস্তির দাবি করছি।

[৯] বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্রবর্মন জানান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নগর যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি। এনিয়ে একজন সিনিয়র ইন্সপেক্টর (এসআই) নিয়োগ করা হয়েছে।

[১০] এছাড়া মামলার বাদি পেনড্রাইভে যে ভিডিও দিয়েছেন সেটি পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে ওই ভিডিও ভিপি নুরের প্রমানিত হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে গ্রেফতার করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়