আসিফুজ্জামান পৃথিল: [২] মারা গেছেন বিদ্রোহীদের সঙ্গে লড়াই করতে গিয়ে, মৃত্যুর আগে হত্যা করেছেন ৩০০ জনকে।
[৩] দেশটির সেনাবাহিনী রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনে তার মৃত্যুর ঘোষণা দেয়। ৬৮ বছর বয়সী ডেবি টানা ৩ দশক ক্ষমতায়ং ছিলেন। ১১ এপ্রিল হওয়া নির্বাচনে তিনি টানা ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত হন। ফ্রান্স ২৪
[৪] সেনা মুখপাত্র জেনারেল জেনারেল আজম বেরমান্ডয়া আগুনা বলেন, ‘ডেবি দেশকে রক্ষা করতে গিয়ে শেষ নিশ^াস ত্যাগ করেছেন।’ সোমবার ডেবির দল থেকে জানানো হয়, জঙ্গীদের সঙ্গে লড়াইয়ে নেতৃত্ব দিতে তিনি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে গিয়েছেন।’ আল-জাজিরা
[৫] দূরবর্তী এলাকায় হওয়ায় ডেবি কি পরিস্থিতিতে মারা গিয়েছেন তা নিশ্চিত নয়। যেখানে তার মৃত্যু হয়েছে, সেখানে বেশ কয়েকদিন ধরেই সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘাত চলছে। তবে ঠিক কি কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা নিশ্চিত নয়। আফ্রিকা রিপোর্ট
[৬] ১৯৯০ সালে এক বিদ্রোহের মাধ্যমে ক্ষমতায় আসেন ডেবি। তিনি আফ্রিকার অন্যতম বেশি সময় ক্ষমতায় থাকা নেতা।