কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস এর ২০২১ সালের প্রকাশিত সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। ২০ সালে ১৫১ তম ও ১৯ সালের সূচকে ১৫০তম অবস্থানে ছিল বাংলাদেশ।
[৩] সূচকে ভুটান ৬৫, মালদ্বীপ ৭৯, নেপাল ১০৬, আফগানিস্তান ১২২, শ্রীলঙ্কা ১২৭, মিয়ানমার ১৪০, ভারত ১৪২ ও পাকিস্তান ১৪৫তম অবস্থানে রয়েছে। সূচকে প্রথম অবস্থানে রয়েছে নরওয়ে।
[৪] রিপোর্টার্স উইদাউট বর্ডারস বলছে, করোনাভাইরাস সংকট এবং লকডাউন চলাকালে সাংবাদিকদের ওপর পুলিশ ও বেসামরিক সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে।
[৫] বহু সাংবাদিক, ব্লগার, কার্টুনিস্টকে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
[৬] ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সাংবাদিক ও সম্পাদকেরা সেলফ সেন্সরে ভুগছেন।