শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাংশায় অন্যের ঘরের আগুন নিভাতে গিয়ে ২ প‌রিবা‌রের১৮‌টি ঘর পুড়ে ছাই

ইউসুফ মিয়া:[২] রাজবাড়ী পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্রহ্মপুর গ্রামে পৃথক পৃথক দুই প‌রিবা‌রের মোট ১৮টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ততক্ষণে সব পুড়ে সর্বস্বান্ত হয়ে গেছেন দুটি পরিবার।

[৩] বিকেলে এ ঘটনা ঘটে। তবে দুইটি বাড়িতেই রান্নার কাজে ব্যবহার করা কা‌ঠের আগুন থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।ঘটনাস্থলে গিয়ে জানা যায় বিকেল সময় প্রথমে আজের আলী মন্ডলের বাড়িতে আগুন লাগে।

[৪] এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন পাশের বাড়ির বহু এলাকাবাসীসহ মোঃ ইউসুফ মন্ডলের পরিবারের সদস্যগণ তার কিছুক্ষণ পরে এলাকাবাসী দেখতে পান ইউসুফ মন্ডলের বাড়িতে ধাও ধাও করে আগুন জ্বলছে।

[৫] প্রখর রোদে প‌বিত্র মা‌হে রমজান এবং বৈশাখের খরায় পানি সংকটের কারণে আগুন নেভানো সম্ভব হয়নি ফলে সব পুড়ে কার হয়ে গিয়েছে। এ সময় পরিবারের সদস্যরা বলেন নগদ অর্থ পিঁয়াজ, চালডাল, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ছেলে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন কর‌বে দুই পরিবারের সদস্যরা।

[৬] যে সমস্ত সদস্যদের ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে তারা হলেন। আজের আলী মন্ডল, মোঃ মজনু মন্ডল, মোঃ সাহেব আলী মন্ডল। অপরদিকে মোঃ ইউসুফ মন্ডল, মোঃ খবির মন্ডল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রাজ্জাক মন্ডল, মোঃ রেজাই মন্ডল।মোছাঃ মনোয়ারা বেগম ব‌লেন,পু‌ড়ে ছাই হ‌য়ে‌ছে সব‌কিছু তা‌দের‌কে সরকারী সহযোগীতা দি‌লে এ অবস্থায় অ‌নেক উপকার হ‌বে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়