শিরোনাম
◈ আগামী বছর রোনাল‌দো-জর্জিনার বি‌য়ে! বাড়ির কাছে ৫০০ বছরের পুরনো চার্চেই বিবাহ আসর ◈ বাংলাদেশে একটি আইএমইআই-এর বিপরীতে ১০ লাখ মোবাইল, বৈধতা নেই ১৯ লাখ আইফোনের! ◈ রাজধানীর বাজারে কমেছে চালসহ তিন পণ্যের দাম, অস্বস্তি বাড়াচ্ছে সবজি ◈ সমালোচনামূলক কনটেন্ট সরাতে ছয় মাসে গুগলের কাছে অন্তর্বর্তী সরকারের ২৭৯ অনুরোধ ◈ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ দেড় দশকের গোপন ঋণ উদঘাটন: কেন হঠাৎ আকাশছোঁয়া খেলাপি? ◈ সাত দিনে সাত ভূমিকম্প: কাঁপছে দেশ, ভূগর্ভে কী সংকেত দিচ্ছে প্লেটগুলো? ◈ ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’ (ভিডিও) ◈ ডেঙ্গুর টিকা নিয়ে সু-খবর দিল ব্রাজিল  ◈ পাকিস্তানকে বিদায় ক‌রে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাংশায় অন্যের ঘরের আগুন নিভাতে গিয়ে ২ প‌রিবা‌রের১৮‌টি ঘর পুড়ে ছাই

ইউসুফ মিয়া:[২] রাজবাড়ী পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্রহ্মপুর গ্রামে পৃথক পৃথক দুই প‌রিবা‌রের মোট ১৮টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ততক্ষণে সব পুড়ে সর্বস্বান্ত হয়ে গেছেন দুটি পরিবার।

[৩] বিকেলে এ ঘটনা ঘটে। তবে দুইটি বাড়িতেই রান্নার কাজে ব্যবহার করা কা‌ঠের আগুন থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।ঘটনাস্থলে গিয়ে জানা যায় বিকেল সময় প্রথমে আজের আলী মন্ডলের বাড়িতে আগুন লাগে।

[৪] এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন পাশের বাড়ির বহু এলাকাবাসীসহ মোঃ ইউসুফ মন্ডলের পরিবারের সদস্যগণ তার কিছুক্ষণ পরে এলাকাবাসী দেখতে পান ইউসুফ মন্ডলের বাড়িতে ধাও ধাও করে আগুন জ্বলছে।

[৫] প্রখর রোদে প‌বিত্র মা‌হে রমজান এবং বৈশাখের খরায় পানি সংকটের কারণে আগুন নেভানো সম্ভব হয়নি ফলে সব পুড়ে কার হয়ে গিয়েছে। এ সময় পরিবারের সদস্যরা বলেন নগদ অর্থ পিঁয়াজ, চালডাল, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ছেলে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন কর‌বে দুই পরিবারের সদস্যরা।

[৬] যে সমস্ত সদস্যদের ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে তারা হলেন। আজের আলী মন্ডল, মোঃ মজনু মন্ডল, মোঃ সাহেব আলী মন্ডল। অপরদিকে মোঃ ইউসুফ মন্ডল, মোঃ খবির মন্ডল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রাজ্জাক মন্ডল, মোঃ রেজাই মন্ডল।মোছাঃ মনোয়ারা বেগম ব‌লেন,পু‌ড়ে ছাই হ‌য়ে‌ছে সব‌কিছু তা‌দের‌কে সরকারী সহযোগীতা দি‌লে এ অবস্থায় অ‌নেক উপকার হ‌বে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়