আবুল বাশার শেখ: [২] বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ময়মনসিংহের ভালুকা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সফিউল্লাহ আনসারী (যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম সবুজ (মানবকন্ঠ)।
[৩] সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে রোববার দুপুরে বিএমএসএফ'র ভালুকা উপজেলা শাখার কমিটি হয়েছে।
[৪] কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আবুল বাশার শেখ (আমার সংবাদ), সহ-সভাপতি মো. হুমায়ুন কবির (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক মো. আল-আমিন (নবচেতনা), সাংগঠনিক সম্পাদক- খোরশেদ আলম জীবন(বাংলা টিভি), আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম পলাশ (ভোরের কাগজ), অর্থবিষয়ক সম্পাদক মো: রাজু আহম্মেদ ( আলোকিত সকাল) ,দপ্তর সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ( ভোরের পাতা) ,মহিলা বিষয়ক সম্পাদক মর্জিনা আক্তার মনি (মাই টিভি ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মমিনুল ইসলাম ( ময়মনসিংহ প্রতিদিন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবীব জিহাদী(দৈনিক চৌকস)।
[৫] কার্যকরী সদস্যরা হলেন- সাবেক সভাপতি মেহেদী হাসান, সাবেক সম্পাদক সুলতানা তালুকদার, জসিম আহম্মেদ ( খোলা কাগজ), সাহিদুজামান সবুজ (ভোরের দর্পন ), নজিবুল হোসাইন নেভী (দৈনিক বসুন্ধরা ), ইতি শিকদার (দৈনিক আজকের জীবন), মোহাম্মদ জালাল উদ্দিন ( শতাব্দীর কণ্ঠ) , আরিফুল ইসলাম (দৈনিক প্রথম বেলা), গোলাম মোস্তফা (চ্যানেল সেভেন),মোঃ এনামুল হক ( আজকের আলোকিত সকাল)।
[৬] বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর আগামি এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন। পুরাতন কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর-গ্রহনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরুর আহবান জানানো হয়। সম্পাদনা: হ্যাপি