শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে আরসিবির বিপক্ষে কেকেআরের ম্যাচে আজ বাদ সাকিব

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলে প্রথম দুইম্যাচ সাকিব আল হাসানকে খেলানোর পর এবার ক্যাপ্টেন মর্গ্যান সুযোগ দিতে চলেছেন। এমনই সম্ভবনা রয়েছে রোববার ১৮ এপ্রিল আরসিবি ম্যাচে। আরসিবি টানা দু-ম্যাচ জিতে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে, কেকেআর হায়দরাবাদকে হারিয়ে শুরুটা ভাল করলেও আগের ম্যাচে মুম্বাইয়ের কাছে জেতা ম্যাচ হেরে বসেছে।

[৩] এমন অবস্থায় নাইটদের একাদশে পরিবর্তনের সম্ভবনা প্রবল। আর এই কারণেই সাকিব আল হাসান বাদ পড়তে পারে। এমনটাই জানাচ্ছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।

[৪] বল হাতে মোটামুটি পারফর্ম করলেও ব্যাট হাতে সেভাবে খেলতে পারেননি সাকিব। মুম্বাই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে অবিবেচকের মত শট খেলতে গিয়ে আউট হয়ে যান তিনি। হায়দরাবাদ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মাত্র ৩ রান। মুম্বই ম্যাচে সাকিবের অবদান মাত্র ৯।

[৫] নারিনকে প্রথম দু-ম্যাচে বসিয়ে সাকিবকে খেলানোর পিছনে উদ্দেশ্য ছিল কেকেআরের হয়ে রাসেলের সঙ্গেই ফিনিশারের দায়িত্ব পালন করা। সেই ভূমিকায় তিনি জোড়া ম্যাচে ব্যর্থ হয়ে আস্থা হারিয়েছেন ক্যাপ্টেনের।

[৬] সাকিব ব্যর্থ হওয়ায় এবার নারিনকে একাদশে নিয়ে এসে চমক দিতে চাইছেন মর্গ্যান। আইপিএলে সাকিবের থেকে নারিনের অভিজ্ঞতা অনেক বেশি। চেন্নাইয়ের স্লো পিচে সাকিবের থেকেও বল হাতে বেশি কার্যকরী ভূমিকা নিতে পারবেন নারিন, এমনটাই মনে করছে কেকেআর ম্যানেজমেন্ট।

[৭] ব্যাট হাতে নারিন আবার টপ অর্ডারে আগুনে শুরুয়াত করতে পারেন। সবমিলিয়ে, সাকিবের জায়গায় নারিন খেললে ক্যারিবীয় তারকার ব্যাটিং পজিশন কি, হয় সেটা দেখার। টপ অর্ডারে নামিয়ে চমক দেওয়া নাকি সাকিবের মতোই ছয় নম্বরে নামানো, সবকিছুই নির্ভর করছে মর্গ্যানের ওপর।

[৮] এদিকে, কেকেআর দলে আরো একটি পরিবর্তন দেখা যেতে পারে। হরভজনের জায়গায় নাইটদের একাদশে ঢুকতে পারেন কুলদীপ যাদব অথবা পবন নেগি। হরভজনে যে ক্যাপ্টেন মর্গ্যানের আস্থা বেশি নেই তা প্রথম দুই ম্যাচ দেখার পরেই বোঝা গিয়েছে। প্রথম ম্যাচে ১ ওভারের পর দ্বিতীয় ম্যাচে হরভজনকে করানো হয় মাত্র ২ ওভার। পবন নেগীর খেলার সম্ভবনা বেশি। কারণ প্রয়োজনে ব্যাটও করে দিতে পারেন তিনি।

[৯] কেকেআরে জোড়া পরিবর্তনের সম্ভবনা থাকলেও আরসিবি একাদশে একই লাইন আপ থাকছে। গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন। হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ বল হাতে ক্যাপ্টেন কোহলিকে ভরসা জোগাচ্ছেন। কোভিড আতঙ্ক কাটিয়ে ড্যানিয়েল স্যামস আরসিবি দলে যোগ দিলেও, প্রথম একাদশে ঢোকার সম্ভবনা নেই। - ক্রিকইনফো / স্পোর্টসজোন২৪ / জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়