শিমুল মাহমুদ: [২] বিএনপি মহাসচিব বলেন, ‘এত কঠিন সময় এদেশের মানুষ কখনো অতিক্রম করেনি। আজকে দুইটা দানবের হাতে আমরা পড়েছি। একটা দানব হচ্ছে- আমাদের এই সরকার, যারা আজকে অন্যদেশের স্বার্থ হাসিল করছে। আরেকটা দানব হচ্ছে- করোনাভাইরাস, সেটা আমাদেরকে, শুধু আমাদেরকে কেন, গোটা বিশ্বকে আক্রান্ত করছে।
[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা ভয়াবহ সময় অতিক্রম করছে। বাংলাদেশকে অত্যন্ত সুপরিকল্পিভাবে তার স্বাধীনতা-সারভৌমত্বকে হরণ করে নিয়ে, গণতন্ত্রবিহীন করে দিয়ে এখানে জনগণের অধিকারগুলোকে কেড়ে নেয়া হচ্ছে।’
[৪] এর মধ্যে দলকে ও সংগঠনকে টিকিয়ে রাখার পাশাপাশি শক্তিশালী করার কথা জানিয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্ব পাচ্ছি। সব নেতাকে ঐক্যবদ্ধ রেখে কাজ করতে পারছি এবং বাংলাদেশের জনগণ আমাদের সঙ্গে আছে। এত অত্যাচার, নির্যাতন-নিপীড়নের পরেও এখন পর্যন্ত বিএনপি থেকে কেউ চলে যায়নি।
[৫] বাংলাদেশ ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিকল্পিত উপায়ে এখন জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
[৬] দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে শনিবার বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ঢাকায় সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মিলনীর উদ্যোগে দলের নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এই আলোচনা সভা হয়।