শিরোনাম
◈ ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ ◈ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস ◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি!

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন মানছেনা কোটালীপাড়ায় স্বল্প আয়ের মানুষেরা

আসাদুজ্জামান বাবুল: [২] স্যার আমগো ঘরে খাবার নাই। কাজ না করলি মোগো খাবার দেয়না কেউ । নেতাগো কাছে গেলি হেরা কয় ওই বেটা আইছোস ক্যান কাম কইরা খাবার পারোসনা। তোগো জন্যিকি আমারা খাবার নিয়া বইসা আছি। ওই বেটা যা কাম কইরা খাগা।

[৩] কইলাম স্যার শেখের মাইয়া প্রাধানমন্ত্রী শেখ হাসিনা আমাগোমতো গরীব মাইনসের লাইগ্যা কতো চাল, ডাইল. আটা দেছে তাতো আমরা চহিও দেখতি পারলামনা। প্রশাসনের লোকজন নেতাগো সাথে নিয়ে খাইয়া ফেলাইছে। যা কিছু দেছে তার বেশীর ভাগই পাইছে বড় লেকেরা। গরীব মাইনসে কিছুই পায়না।

[৪] তাই কাম না করলি পেটে খাবার জোটফেনানে বইলাই কাম করতাছি। আর এজন্যিই ঘরের বাইরি বাইরাইছি। কথাগুলো বলছিলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কাচামালসহ বিভিন্ন খুচরা মালামাল বিক্রেতারে। কাজ না করলে যাদের আহার জোটেনা এমন এক ধরনের পেশাজীবি মানুষ।

[৫] গোপালগঞ্জ জেলা শহরের সব ধরনের পেশাজীবি মানুষ সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চললেও বিধিনিষেধ মানছেনা কোটালীপাড়া উপজেলার মানুষ।

[৬] বিধি নিষেধ মানাতে স্থানীয় প্রশাসনের আন্তরিকতা একেবারেই নাই এমন কথা উল্লেখ করে বিধিনিষেধের আওতায় থাকা কাপড় ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন, কোটালীপাড়া ঘাঘর বাজারে অধিকাংশ দোকান পাট ব্যবসা বানিজ্য খোলা রয়েছে।

[৭] স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করছেন। মাঝে মধ্যে প্রশাসনের লোকজনকে উকি মারতে দেখা গেলেও অস্বাধু ওই ব্যবসায়ীদের কিছু না বলেই অজ্ঞাত কারনে তারা চলে যায়। এ ব্যপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়