শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০২:১৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজিরপুরে স্বাস্থ্য বিধি না মেনে লাইনে দাঁড়িয়ে নিচ্ছে করোনার টিকা

মোঃ মশিউর রহমান: [২] পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি না মেনে করোনার টিকা নিচ্ছে শত শত মানুষ।

[৩] শনিবার (১৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ লাইনে দাঁড়িয়ে করোনার টিকা দিচ্ছে। নেই কারো কারো মুখে মাস্ক, কেউ আবার বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। কে বা কার আগে টিকা গ্রহণ করবে বলে হুমরি খেয়ে পরছে। তত্ত্বাবধায়নে পুলিশ থাকলেও তারা যেন নিরব ভূমিকা পালন করছে।

[৪] জানা যায়, নাজিরপুরে এ পর্যন্ত ১ম ডোসের টিকা গ্রহণ করেছে ৬ হাজার ৫০০ জন এবং ১ম ডোস অব্যহত রয়েছে। ৮ মার্চ থেকে ২য় ডোস এ পর্যন্ত গ্রহণ করেছে ১০০০ জন। ১ম ডোস নেওয়ায় হালকা জ্বর শরীর ব্যাথা হওয়ায় ২য় ডোস নিতে ভয় পাচ্ছে অনেকেই। বর্তমান করোনা প্রাদূর্ভাবের কারনে ১ম ডোস নেওয়ার জন্য মানুষ হুমরি খেয়ে পড়েছে।

[৫] এব্যাপারে শিশু নিয়ে লাইনে দাঁড়ানো লিটন হালদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুরুষ এবং মহিলাদের ভ্যাকসিন নেওয়ার জন্য একটি মাত্র বুথ চালু থাকার কারণে আমাদের এ বিপাকে পাড়তে হয়েছে।

[৬] নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফজলে বাড়ীর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি জানান, দেখেন আমার কি করার আছে? জনগণ স্বাস্থ্যবিধি মানছে না। আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রশাসন আমাদের সহায়তা করলেও জনগণ তা মানছে না। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়