শিরোনাম
◈ হাসপাতালের সিসিটিভি ফুটেজ যেভাবে ভাইরাল হয় পর্ন সাইটে! ◈ বিএনপির মনোনয়ন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ◈ জলবায়ু তহবিলে ২ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ, ৫৪% প্রকল্পে দুর্নীতি: টিআইবি ◈ ফিলিস্তিনিদের বেদনা কেন দেখা যায় না? ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে লিভারপু‌লের কা‌ছে হে‌রে গে‌লো রিয়াল মাদ্রিদ  ◈ জাতীয় নির্বাচ‌ন, বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সহজ ম্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো পা‌কিস্তান ◈ বাংলাদেশ ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেল‌তে শ্রীলঙ্কা সফ‌রে যা‌চ্ছে না ◈ অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে জাহানারার বিস্ফোরক অভিযোগ, ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান বিসিবির ◈ আই‌পিএল, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়ছেন ২৩ কো‌টি টাকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় নাজিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা মানবেতর জীবন

মোঃ মশিউর রহমান: [২] করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে সরকার দেশে কঠোর লকডাউন জারি করেছে। একই সঙ্গে অতি জরুরী সেবা ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া বের হলেই করছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পিরোজপুরের নাজিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের অবস্থাও এখন সংকটময়। সংশ্লিষ্টরা বলছেন, ভালো নেই ক্ষুদ্র ব্যবসায়ীরা।

[৩] শনিবার (১৭ মার্চ) সাংবাদিকদের কাছে এমন দুঃখ প্রকাশ করেন নাজিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

[৪] নাজিরপুরের থানার পাশের মুদি দোকান মোঃ রাকিবুল ইসলাম সাংবদিকদের বলেন, ‘সরকারের এ লকডাউনের কারনে আদায় হচ্ছে না চৈত্র মাসের বাকেয়া টাকা এবং আমিও দিতে পারছি না মোকামের বকেয়া টাকা, বর্তমানে খুবই কষ্টে জীবন-যাপন করছি। খুব খারাপ সময় পার করছি।

[৫] পুরাতন পূবালী ব্যাংকের সামনের কম্পিউটার এন্ড ফটোকপির দোকান মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আমি তো ক্ষুদ্র ব্যবসা করি তাও এই লকডাউনের কারনে খুলতে পারছি না দোকান। এভাবে যদি লকডাউন থাকে তা হলে হয় তো পরিবার নিয়ে না খেয়ে দিন পার করতে হবে।

[৬] কালীবাড়ী রোড চায়ের দোকান মোঃ শহীদ বলেন আমি দিনে ৩০০-৪০০ টাকা ইনকাম করতাম তাই দিয়ে পরিবারের সবাইকে নিয়ে কোনো মতে খেয়ে বেঁচে থাকতাম। এই লকডাউনের কারণে দোকান বন্ধ থাকায় না খেয়ে থাকতে হবে। সরকার যদি আমাদের কিছু সহায়তা করত তা হলে হয় তো খেয়ে বেচেঁ থাকতে পারতাম। সরকার লকডাউন দিছে আমাদের মত গরিবরা কিভাবে বাঁচবে তা নিয়ে ভাবা উচিৎ ছিল। গত সম্পাহে ১৫ কেজি চাল কিনছিলাম এটা শেষ হলে যে কি দিয়ে চাল কিনব তা জানি না।

[৭] এ ব্যাপারে নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ পান্নু ফরাজী বলেন এ লকডাউনের কারণে আমিও খুব অসহায় জীবন-যাপন করছি, আর আমার বাজারের ব্যবসায়ীরা ও চরম অসহায় হয়ে পরছে। বিশেষ করে চায়ের দোকান যাদের, তাদের অনুনয়-বিনয় শুনতে হয় প্রতিনিয়ত আমরা কিভাবে বেচেঁ থাকব। সরকারি কোনো অনুদান আসলে তাদেরকে জানান হবে বলে সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনিা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়