শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতের অন্ধকারে ত্রাণ নিয়ে অসহায় মানুষের ঘরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট

রাজু চৌধুরী: [২] শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার টু ডিসি উমর ফারুকের নেতৃত্বে ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো হয়েছে।

[৩] চট্টগ্রাম নগরের হালিশহর, মেহেদীবাগ, ২নং গেইট, আগ্রাবাদ, সদরঘাট, এক্সেস রোডসহ কয়েকটি জায়গায় প্রায় ৩০ জনকে ত্রাণ দেয়া হয়েছে।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে নগরীর কয়েকটি এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। মূলত যারা লাইনে দাঁড়িয়ে বা নির্দিষ্ট জায়গায় দেয়া ত্রাণ আনতে অপারগতা প্রকাশ করছেন বা সংকোচবোধ করছেন তারা জেলা প্রশাসকের কাছে মোবাইলে এসএমএস বা কলের মাধ্যমে জানাচ্ছেন তাদের কাছেই রাতে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে।

[৫] তিনি আরও বলেন, লকডাউন শুরু হওয়ার দিন থেকেই গত তিন দিন ধরে রাতের বেলায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছি। কিছু মানুষ আছে যারা ত্রাণ নিতে অনাগ্রহী কিন্তু কাজ না থাকা বা অভাবের কারণে জেলা প্রশাসক মহোদয়ের নাম্বারে ফোন দিয়ে ত্রাণের জন্যে বলার পর তাৎক্ষনিক তিনি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং কেউ যেন অনাহারে না থাকে সে জন্য আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়