শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতের অন্ধকারে ত্রাণ নিয়ে অসহায় মানুষের ঘরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট

রাজু চৌধুরী: [২] শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার টু ডিসি উমর ফারুকের নেতৃত্বে ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো হয়েছে।

[৩] চট্টগ্রাম নগরের হালিশহর, মেহেদীবাগ, ২নং গেইট, আগ্রাবাদ, সদরঘাট, এক্সেস রোডসহ কয়েকটি জায়গায় প্রায় ৩০ জনকে ত্রাণ দেয়া হয়েছে।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে নগরীর কয়েকটি এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। মূলত যারা লাইনে দাঁড়িয়ে বা নির্দিষ্ট জায়গায় দেয়া ত্রাণ আনতে অপারগতা প্রকাশ করছেন বা সংকোচবোধ করছেন তারা জেলা প্রশাসকের কাছে মোবাইলে এসএমএস বা কলের মাধ্যমে জানাচ্ছেন তাদের কাছেই রাতে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে।

[৫] তিনি আরও বলেন, লকডাউন শুরু হওয়ার দিন থেকেই গত তিন দিন ধরে রাতের বেলায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছি। কিছু মানুষ আছে যারা ত্রাণ নিতে অনাগ্রহী কিন্তু কাজ না থাকা বা অভাবের কারণে জেলা প্রশাসক মহোদয়ের নাম্বারে ফোন দিয়ে ত্রাণের জন্যে বলার পর তাৎক্ষনিক তিনি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং কেউ যেন অনাহারে না থাকে সে জন্য আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়