শিরোনাম
◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতের অন্ধকারে ত্রাণ নিয়ে অসহায় মানুষের ঘরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট

রাজু চৌধুরী: [২] শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার টু ডিসি উমর ফারুকের নেতৃত্বে ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো হয়েছে।

[৩] চট্টগ্রাম নগরের হালিশহর, মেহেদীবাগ, ২নং গেইট, আগ্রাবাদ, সদরঘাট, এক্সেস রোডসহ কয়েকটি জায়গায় প্রায় ৩০ জনকে ত্রাণ দেয়া হয়েছে।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে নগরীর কয়েকটি এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। মূলত যারা লাইনে দাঁড়িয়ে বা নির্দিষ্ট জায়গায় দেয়া ত্রাণ আনতে অপারগতা প্রকাশ করছেন বা সংকোচবোধ করছেন তারা জেলা প্রশাসকের কাছে মোবাইলে এসএমএস বা কলের মাধ্যমে জানাচ্ছেন তাদের কাছেই রাতে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে।

[৫] তিনি আরও বলেন, লকডাউন শুরু হওয়ার দিন থেকেই গত তিন দিন ধরে রাতের বেলায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছি। কিছু মানুষ আছে যারা ত্রাণ নিতে অনাগ্রহী কিন্তু কাজ না থাকা বা অভাবের কারণে জেলা প্রশাসক মহোদয়ের নাম্বারে ফোন দিয়ে ত্রাণের জন্যে বলার পর তাৎক্ষনিক তিনি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং কেউ যেন অনাহারে না থাকে সে জন্য আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়