ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ওয়াকফ ইসলামিক অ্যাফেয়ারস কাউন্সিলের প্রধান শেখ আজমান আল খতিব বলেন, রমজানের প্রথম শুক্রবার আল আকসা মসজিদ প্রাঙ্গণে ৭০ হাজার মানুষ জুমার নামাজ আদায় করেছে। আনাদুলু, আল জাজিরা, ডেইলি সাবাহ
[৩] আনাদুলুর এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছিলো, বিশেষ অনুমতি সাপেক্ষে পশ্চিম তীর থেকে মাত্র শতাধিক ফিলিস্তিনিকে আল-আকসা মসজিদে ঢুকতে দেওয়া হবে। কোভিড টিকা নেওয়া ছাড়া কাউকে আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অথচ জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন অবশিষ্ট নেই।
[৪] ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরে খুব সীমিত কোভিড টিকা রয়েছে। তাই টিকা শুধু ৬০ বছরের বেশি বয়স্কদের দেওয়া হচ্ছে।
[৫] ফিলিস্তিনের বাসিন্দা সাম্যা আবদেল-আজিজ বলেন, জেরুজালেমে প্রবেশে ও আল-আকসায় নামাজ পড়তে আমাদের বাধা দেওয়া হয়েছে। এই মসজিদে আমাদের অধিকার আছে। আমরা যেন আমাদের অধিকারটা বুঝে পাই এই জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।
عشرات الالاف في صلاة #الجمعة_الاولى من شهر #رمضان المبارك في ساحات #المسجد_الأقصى في #القدس العدد العام يقارب 70 الف بسبب اجراءات #كورونا #جمعة_مباركة #رمضان_كريم #Ramadan in #Kudüs #HayırlıCumalar pic.twitter.com/ASJTpUpJZw
— reema mustafa (@rimamustafa3) April 16, 2021