শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শ্রীলঙ্কার চেয়ে আমরা পিছিয়ে নই, অনুশীলন শেষে মিরাজ

নিজস্ব প্রতিবেদক: [২]শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজে লড়াকু মনোভাব নিয়ে খেলতে পারলে ভালো কিছু হবে বলে মনে করেন মেহেদি হাসান মিরাজ। এই অলরাউন্ডারের মতে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই।

[৩]‘আমরা ওদের (শ্রীলঙ্কা) চেয়ে পিছিয়ে নই, গত ৩-৪ বছর যেভাবে খেলেছি ওদের মাটিতে; যদি আগের মতো কমিটমেন্ট থাকে আর লড়াই করতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো।’

[৪]শুক্রবার (১৬ এপ্রিল) কাতুনায়েকে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন মিরাজ। এ সময় তিনি ব্যাখ্যাও দেন, কেন বাংলাদেশ পিছিয়ে নেই।

[৫]মিরাজ আরও বলেন, ‘এর আগে আমরা শ্রীলঙ্কায় যতবারই খেলেছি ভালো ক্রিকেট খেলেছি। নিদাহাস ট্রফি অল্পের জন্য জিততে পারিনি। শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডেতে ১-১ ছিল, টেস্টেও ওরা একটা জিতেছে আমরা একটা জিতেছি।’

[৬]২০১৭ থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি নিজেদের মাটিতে আর দুটি শ্রীলঙ্কায়। এর মধ্যে একটিতে জয় আরেকটিতে ড্র করেছে, দুটিতে হেরেছে বাংলাদেশ।

[৭]২০১৭ থেকে সর্বশেষ ১১ ওয়ানডেতে বাংলাদেশের জয় তিনটিতে, একটি ম্যাচ বাতিল হয়েছে আরেকটির ফলাফল হয়নি। একই সময় থেকে ৬টি টোয়েন্টির মধ্যে তিনটিতে জয় তিনটিতে হার। মিরাজ এই পারফরম্যান্স বিবেচনায় এনেই বলেছেন বাংলাদেশ পিছিয়ে নেই।

[৮]তিনদিনের কোয়ারেন্টাইন শেষে মুমিনুল হকের দল আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে। কাল থেকে নিজেদের মধ্যে শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ২১ এপ্রিল থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাকি টেস্টটি হবে ২৯ এপ্রিল।

[৯]মিরাজ জানা এই সিরিজে স্পিনে তাদের জন্য চ্যালেঞ্জ থাকবে। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তো প্রত্যেক ক্ষেত্রেই থাকবে। স্পিনারদের জন্য শ্রীলঙ্কায় লাইন আর লেন্থ বেশ গুরুত্বপূর্ণ। এখানে উইকেট খুব ভালো থাকে। আমি মনে করি প্রথম-দ্বিতীয় দিন ওরকম না-ও কাজ করতে পারে। কিন্তু তৃতীয়-চতুর্থ দিনে উইকেটে স্পিনারদের সহায়তা থাকে। ঐ সুযোগ আমরা নিতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়