শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেঘনার হত্যা ও অস্ত্র মামলার আসামী ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসী সাময়িক বহিস্কার!

মোশায়ারা আক্তার: [২] কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

[৩] গত ১৩ এপ্রিল(মঙ্গলবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফারুক সরকার আব্বাসী চেয়ারম্যানকে সাময়িক বহিস্কার করেন।

[৪] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লার মেঘনা উপজেলার নাজমা হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামী হওয়ায় ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আব্বাসীর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,০৩নং আমলী আদালত,কুমিল্লা আদালতে ৩২৩ / ৩২৫ / ৩০৭ / ৩৮৫ / ৩৮৬ / ৫০৬ ধারা সি আর মামলা নং ৩০১/২০২০(মেঘনা)তাং২৫-০৮-২০২০ইং,মেঘনা থানায় হত্যা মামলা নং-০৮/২০২০তাং-২০-০২-২০২১ইং,অস্ত্র আইনে দায়েরকৃত মামলা নং-০৭/১৯ তাং-২০-০২-২০২১ইং এ অভিযোগপত্র কুমিল্লা আদালতে দায়ের হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী গত ১৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আব্বাসীকে সাময়িক বহিস্কার করে।

[৫] উপসচিব স্বাক্ষরিত দাপ্তরিক আদেশটি মেঘনা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)প্রবীর কুমার সাময়িক বহিস্কারের বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

[৬] উল্লেখ্য,গত ৩১মার্চ ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আব্বাসীকে ঢাকার হাজারীবাগ থানার পূর্ব রায়ের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা পুলিশ।আদালতের মাধ্যমে সে জেল হাজতে রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়