শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে ঢিলেঢালা চেকপোস্ট, পাড়ামহল্লায় শিথিলতা

মাসুদ আলম: [২] লকডাউনের তৃতীয় দিন শুক্রবার রাজধানীর সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে ঢিলেঢালা ভাব দেখা গেছে। আবার অনেক চেকপোস্টে পুলিশ সদস্যদের দেখা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরিয়ে জরিমানাও গুনতে হয়েছে অনেককে। শুক্রবার সড়কে ব্যক্তিগত গাড়িসহ যানবাহনের চাপ ছিলো বেশি। রিকশা ও সিএনজি ছিলো একমাত্র ভরসা। মোটরসাইকেল চালকদের ক্ষ্যাপে যেতে দেখা গেছে।

[৩] সরজমিনে দেখা গেছে, সড়কে ব্যারিকেড দিয়ে প্রাইভেটকার, রিকশা ও মোটরসাইকেল থামিয়ে কে কোথায় যাচ্ছেন জিজ্ঞাসাবাদ করা হয়। মুভমেন্ট পাস আছে কিনা তাও জানতে যাওয়া হয়। আবার অনেককে এমনিতে চলে যেতে দেখা যায়। তবে পাড়া মহল্লায় সবকিছুই স্বাভাবিক। যে যারা মতো রাস্তায় ঘোরাঘুরি করছে। বাজার ও দোকানে স্বাস্থ্যবিধির বালাই নেই। তবে সড়কে যারা হেঁটে চলাচল করছেন, তাদের খুব একটা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে না। সন্ধ্যার পর সড়কে জনসমাগম বাড়তে থাকে। গণ পরিবহন ছাড়া সবই চলছে স্বল্প পরিসরে। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ।

[৪] আদ-দ্বীন হাসপাতালের সিনিয়র নার্স ডলি বেগম বলেন, সকালে খিলক্ষেত থেকে মগবাজার অফিসে যাওয়ার জন্য ৩০ মিনিট দাঁড়িয়ে ছিলেন। পরে দুইজনে একটি সিএনজি ভাড়া করে অফিসে যান। ভাড়াও গুনতে হয় দ্বিগুন। স্বপ্ল পরিসরে গণপরিবহন চালু থাকলে হয়তো অফিসগামী মানুষের দুর্ভোগ হতো না।

[৫] পুলিশ কর্মকর্তা বলছেন, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া যারা বাহিরে বেরিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তবে মুভমেন্ট পাস নিয়ে অনেকেই জরুরি কাজের চাইতে ব্যক্তিগত কাজে বেশি বের হতে দেখা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়