শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রিন্স ফিলিপের শেষকৃত্য শানবিার, অংশ নেবেন মাত্র ৩০জন

আসিফুজ্জামান পৃথিল: [২] অস্থায়ী কবর সেইন্ট জর্জ চ্যাপেলে হলেও রানির মৃত্যুর পর দেহাবশেষের স্থান হবে রাজা ষষ্ঠ জর্জ ম্যামোরিয়াল চ্যাপেলে।

[৩] গত সপ্তাহের শুক্রবার ৯৯ বছর বয়সে মারা যান ব্রিটিশ রানী এলিজাবেথ দ্বিতীয়র স্বামী। শনিবার স্থানীয় সময় বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত৯টা) তাকে পশ্চিম লন্ডনের উইনসরে সেইন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করা হবে। সিএনএন

[৪] অমিারির কারণে এই সৎকার অনুষ্ঠান সংক্ষেপ করা হয়েছে। রাজপরিবারের সদস্যরা এবার লন্ডনের রাস্তায় শোক মিছিল করবেন না। বরং তা সীমাবদ্ধ থাকবে উইনসর প্রাসাদের ভেতরেই। অংশও নেবেন মাত্র ৩০ জন, যারা কোনও না কোনওভাবে পরিবারের সদস্য। প্রিন্সকে বহন করা হবে তার নিজের নকশা করা গাড়িতে।

[৫] তবে ফিলিপকে সম্মান জানাতে ও সৎকারে সহায়তা করতে থাকবেন রয়্যাল নেভি, রয়্যাল মেরিনস, ব্রিটিশ সেনাবাহিনী ও রয়েল এয়ার ফোর্সের ৭০০ সদস্য। শবমিছিলের পেছনে থাকবেন প্রিন্সের দুই নাতি উইলিয়াম ও হ্যারি। তবে অনুমোদিত নকশায় দেখা গেছে তারা দুই ভাই পাশাপাশি হাটবেন না। আর কফিনের পাশে হাটবেন প্রিন্স ফিলিপের ৪ সন্তান।

[৬] সার্ভিসের আগে এই মিছিলে অংশ নেবেন না রানি এলিজাবেথ। ধারণা করা হচ্ছে এই মিছিল হবে ৮ মিনিট ধরে। তবে আগে হওয়া রাজকীয় শেষকৃত্যের মিছিল কয়েক ঘণ্টাও চলতে দেখা গেছে।

[৭] তবে এখনই রাজপরিবারের জন্য নির্ধারিত চ্যাপেলে স্থান পাচ্ছে না প্রিন্স ফিলিপের দেহ। রানি এলিজাবেথ মারা যাওয়ার পর তার কবর হবে সেইন্ট জর্জ চ্যাপেলের ভেতর অবস্থিত রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে। এই চ্যাপেলের পাশেই আপাদত সমাধিস্ত হবেন ফিলিপ। তবে রানির মৃত্যুর পর দেহাবশেষ তুলে স্ত্রীর কবরের পাশেই সমাহিত করা হবে। ইন্ডিপেন্ডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়