শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রিন্স ফিলিপের শেষকৃত্য শানবিার, অংশ নেবেন মাত্র ৩০জন

আসিফুজ্জামান পৃথিল: [২] অস্থায়ী কবর সেইন্ট জর্জ চ্যাপেলে হলেও রানির মৃত্যুর পর দেহাবশেষের স্থান হবে রাজা ষষ্ঠ জর্জ ম্যামোরিয়াল চ্যাপেলে।

[৩] গত সপ্তাহের শুক্রবার ৯৯ বছর বয়সে মারা যান ব্রিটিশ রানী এলিজাবেথ দ্বিতীয়র স্বামী। শনিবার স্থানীয় সময় বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত৯টা) তাকে পশ্চিম লন্ডনের উইনসরে সেইন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করা হবে। সিএনএন

[৪] অমিারির কারণে এই সৎকার অনুষ্ঠান সংক্ষেপ করা হয়েছে। রাজপরিবারের সদস্যরা এবার লন্ডনের রাস্তায় শোক মিছিল করবেন না। বরং তা সীমাবদ্ধ থাকবে উইনসর প্রাসাদের ভেতরেই। অংশও নেবেন মাত্র ৩০ জন, যারা কোনও না কোনওভাবে পরিবারের সদস্য। প্রিন্সকে বহন করা হবে তার নিজের নকশা করা গাড়িতে।

[৫] তবে ফিলিপকে সম্মান জানাতে ও সৎকারে সহায়তা করতে থাকবেন রয়্যাল নেভি, রয়্যাল মেরিনস, ব্রিটিশ সেনাবাহিনী ও রয়েল এয়ার ফোর্সের ৭০০ সদস্য। শবমিছিলের পেছনে থাকবেন প্রিন্সের দুই নাতি উইলিয়াম ও হ্যারি। তবে অনুমোদিত নকশায় দেখা গেছে তারা দুই ভাই পাশাপাশি হাটবেন না। আর কফিনের পাশে হাটবেন প্রিন্স ফিলিপের ৪ সন্তান।

[৬] সার্ভিসের আগে এই মিছিলে অংশ নেবেন না রানি এলিজাবেথ। ধারণা করা হচ্ছে এই মিছিল হবে ৮ মিনিট ধরে। তবে আগে হওয়া রাজকীয় শেষকৃত্যের মিছিল কয়েক ঘণ্টাও চলতে দেখা গেছে।

[৭] তবে এখনই রাজপরিবারের জন্য নির্ধারিত চ্যাপেলে স্থান পাচ্ছে না প্রিন্স ফিলিপের দেহ। রানি এলিজাবেথ মারা যাওয়ার পর তার কবর হবে সেইন্ট জর্জ চ্যাপেলের ভেতর অবস্থিত রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে। এই চ্যাপেলের পাশেই আপাদত সমাধিস্ত হবেন ফিলিপ। তবে রানির মৃত্যুর পর দেহাবশেষ তুলে স্ত্রীর কবরের পাশেই সমাহিত করা হবে। ইন্ডিপেন্ডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়