শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রিন্স ফিলিপের শেষকৃত্য শানবিার, অংশ নেবেন মাত্র ৩০জন

আসিফুজ্জামান পৃথিল: [২] অস্থায়ী কবর সেইন্ট জর্জ চ্যাপেলে হলেও রানির মৃত্যুর পর দেহাবশেষের স্থান হবে রাজা ষষ্ঠ জর্জ ম্যামোরিয়াল চ্যাপেলে।

[৩] গত সপ্তাহের শুক্রবার ৯৯ বছর বয়সে মারা যান ব্রিটিশ রানী এলিজাবেথ দ্বিতীয়র স্বামী। শনিবার স্থানীয় সময় বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত৯টা) তাকে পশ্চিম লন্ডনের উইনসরে সেইন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করা হবে। সিএনএন

[৪] অমিারির কারণে এই সৎকার অনুষ্ঠান সংক্ষেপ করা হয়েছে। রাজপরিবারের সদস্যরা এবার লন্ডনের রাস্তায় শোক মিছিল করবেন না। বরং তা সীমাবদ্ধ থাকবে উইনসর প্রাসাদের ভেতরেই। অংশও নেবেন মাত্র ৩০ জন, যারা কোনও না কোনওভাবে পরিবারের সদস্য। প্রিন্সকে বহন করা হবে তার নিজের নকশা করা গাড়িতে।

[৫] তবে ফিলিপকে সম্মান জানাতে ও সৎকারে সহায়তা করতে থাকবেন রয়্যাল নেভি, রয়্যাল মেরিনস, ব্রিটিশ সেনাবাহিনী ও রয়েল এয়ার ফোর্সের ৭০০ সদস্য। শবমিছিলের পেছনে থাকবেন প্রিন্সের দুই নাতি উইলিয়াম ও হ্যারি। তবে অনুমোদিত নকশায় দেখা গেছে তারা দুই ভাই পাশাপাশি হাটবেন না। আর কফিনের পাশে হাটবেন প্রিন্স ফিলিপের ৪ সন্তান।

[৬] সার্ভিসের আগে এই মিছিলে অংশ নেবেন না রানি এলিজাবেথ। ধারণা করা হচ্ছে এই মিছিল হবে ৮ মিনিট ধরে। তবে আগে হওয়া রাজকীয় শেষকৃত্যের মিছিল কয়েক ঘণ্টাও চলতে দেখা গেছে।

[৭] তবে এখনই রাজপরিবারের জন্য নির্ধারিত চ্যাপেলে স্থান পাচ্ছে না প্রিন্স ফিলিপের দেহ। রানি এলিজাবেথ মারা যাওয়ার পর তার কবর হবে সেইন্ট জর্জ চ্যাপেলের ভেতর অবস্থিত রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে। এই চ্যাপেলের পাশেই আপাদত সমাধিস্ত হবেন ফিলিপ। তবে রানির মৃত্যুর পর দেহাবশেষ তুলে স্ত্রীর কবরের পাশেই সমাহিত করা হবে। ইন্ডিপেন্ডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়