ইসমাঈল ইমু : [২] রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সিটি করপোরেশনের ময়লাবাহী একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ অন্য রিকশাচালকরা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে কাজলার বিবির বাগিচা ৪ নং গেটের সামনে ঘটনাটি ঘটে।
[৩] যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, সিটি করপোরেশনের ময়লাবাহী একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় রিকশাচালকের মৃত্যু হয়েছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যে গাড়িটা রিকশাচালককে চাপা দিয়েছে সেই গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ অন্য রিকশাচালকরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।