শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন মানুষের জীবন-জীবিকা নিয়েও ছিনিমিনি খেলছে: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] বুধবার বিকেলে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। তিনি বলেন, করোনায় গোটা বিশ্ব বিপর্যস্ত। আমরা গত প্রায় বারো বছর ধরে একটি কর্তৃত্ববাদী শাসনের মধ্যে আছি। গোটা জাতি তাদের কথা বলার অধিকার ও গণতন্ত্র হারিয়েছে। আজকে করোনা আমাদের অনেক জীবন নিয়ে গেছে। মানুষের জীবিকা বিপন্ন।

[৩] বিএনপি মহাসচিব বলেন, আজকে বাংলাদেশে যারা জোর করে ক্ষমতায় বসে আছেন সেই কর্তৃত্ববাদী সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ। তারা দেশের মানুষের জীবন-জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে। আজকে হাসপাতালগুলোতে সীমিত আকারে নমুনা পরীক্ষা হচ্ছে। গড়ে মাত্র ৩০-৩৫ হাজার টেস্ট হচ্ছে। মানুষ হাসপাতালগুলোতে আইসিইউ পাচ্ছে না। বেড পাচ্ছে না।

[৪] করোনা পরীক্ষার সুযোগ পায় না বিশটি জেলার মানুষ। গত বছর করোনার জন্য আন্তর্জাতিক সংস্থার সহায়তার টাকাও খরচ করতে পারেনি। করোনা পরীক্ষা ও সুরক্ষার সরঞ্জাম বিমানবন্দরে পড়ে আছে। সরকারের কোনো জবাবদিহিতা নেই। তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।

[৫] তিনি বলেন, আজকে লকডাউনে স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। তদের জন্য কোনো প্রণোদনা সহায়তা করা হয়নি। যা দেয়া হচ্ছে তা প্রকৃত অসহায় মানুষ পায় না।

[৬] মির্জা ফখরুল বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও করোনায় আক্রান্ত। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আল্লাহর রহমতে সুস্থ আছেন। খালেদা জিয়া প্রতি বছর এতিমদের নিয়ে ইফতার করতেন। তিনি কারাবন্দি তাই ইফতার করতে পারছেন না। আজকে জিয়াউর রহমান ফাউন্ডেশন এতিমদের নিয়ে ইফতার করছে এজন্য অসংখ্য ধন্যবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়