শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:০২ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের অজুহাতে রোজা ফাঁকি দেয়া যাবে না

মুফতী রফিকুল ইসলাম আল-মাদানী: ইসলামি শরিয়ত যে ধরনের অসুস্থতা এবং যে ধরনের সফরের কারণে রোজা না রাখার অনুমতি দিয়েছে শরীয়ত সম্মত ওই কারণে রোজা ছাড়া যাবে। এছাড়া কোন কাজের দোহাই অথবা ক্লান্তি দুর্বলতা ব্যস্ততা ইত্যাদি অজুহাতের মাধ্যমে রোজা ফাঁকি দেয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই।

কোন ব্যক্তি যদি কঠিন কাজে নিয়োগ থাকেন তাকেও রোজা রাখতে হবে। এতে বিজ্ঞ ওলামায়ে কেরাম কোন ধরনের মতানৈক্য করেননি। অতিবাহিত নির্ভরযোগ্য কিতাব পত্রে উলামায়ে কেরামের কোন মতভেদ নেই। আরব অনারব গোটা বিশ্বের বিজ্ঞ আলেমগণ এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন। কোরআন এবং হাদীসের আলোকে রোজা ফরজ।

রোজা ইসলামের একটি রুকন। যেকোনো পর্যায়ে রোজা ভাঙতে হলে শরীয়ত সম্মত দলীল দ্বারা প্রমাণ করতে হবে। শরীয়ত সম্মত অনুমতি ছাড়া রোজা ভাঙ্গার কোন সুযোগ নেই।

রমজান মাসে বদর যুদ্ধকালে নবীজি স.ও সাহাবাগণ র. সবাই রোজা অবস্থায় ছিলেন।

তবে যে ব্যক্তি কঠিন কাজে নিয়োজিত থাকে তাকে ইসলামী শরীয়তের আলোকে কয়েকটি পরামর্শ দেয়া যেতে পারে।
১. ধৈর্য ধারণ করা ২. অন্য সহজ কাজ খোঁজ করা ৩. সম্ভব হলে রাতে কাজের আঞ্জাম দেয়া ৪. অন্য কোন স্থানে কাজের জন্য স্থানান্তরিত হওয়া অথবা অন্য বিকল্প যেকোনো সহজ উপায় খোঁজা।

তবে কাজের চাপে রোজা না রাখার অনুমতি ইসলামী শরীয়তে নেই। রোজা রাখার জন্য সহজ হয় এমন উপায়-উপকরণ অবলম্বন করার অনুমতি আছে। যেমন মাথায় পানি দেয়া, কুলি করা, গা মুছা ইত্যাদি।

তবে কেউ যদি কোন কারণে মৃত্যুর উপক্রম হওয়ার প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তার জন্য রোজা ভেঙ্গে ফেলার অনুমতি আছে। পরবর্তীতে সে একটি রোজা কাজা করবে।

লেখক: গবেষক, কলামিষ্ট ও মুহাদ্দিস ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়