সুজন কৈরী: [২] করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ৮ দিনের বিধিনিষেধ চলাকালে প্রয়োজনে যারা বাইরে বের হবেন তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে পুলিশ। উদ্বোধনের পর এখন পর্যন্ত কয়েক কোটি নাগরিক মুভমেন্ট পাস পেতে ওয়েবসাইটে প্রবেশ করেছেন। এতো সংখ্যক হিটের কারণে ওয়েবসাইটটিতে আবেদনের ধীরগতি দেখা দিয়েছে।
[৩] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, উদ্বোধনের পর মঙ্গলবার সকাল ১১টা থেকে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়েবসাইটে ৭ কোটি ৮১ লাখ হিট হয়েছে। প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭টি। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেনি। গত ৩২ ঘণ্টায় ৩ লাখ ১০ হাজার নাগরিক মুভমেন্ট পাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন। যাচাই-বাছাই শেষে ২ লাখ ৫০ হাজার নাগরিককে চলাচলের অনুমতি দিয়ে মুভমেন্ট পাস ইস্যু করেছে পুলিশ।