সুজন কৈরী: [২] করোনা সংক্রমণরোধে সরকারি বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনে সারাদেশে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে র্যাব।
[৩] বুধবার ভোর থেকে দেশব্যাপী র্যাবের সবকটি ব্যাটালিয়ন চেকপোস্ট কার্যক্রম ও রোবাস্ট প্যাট্রোলিং কার্যক্রম চালাচ্ছে।
[৪] র্যাব সদর দপ্তর বলছে, চেকপোস্টে বিনা প্রয়োজনে সকলকে ঘরের বাইরে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। সরকারি বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মুভমেন্ট পাস নিতে উৎসাহিত করা হচ্ছে।
[৫] র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। বুধবার পহেলা বৈশাখের সরকারি ছুটি, সাথে পহেলা রমজান। সঙ্গত কারণে রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম দেখা গেছে। এছাড়া র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছে। সরকারি নির্দেশ প্রতিপালনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সহযোগিতা পেয়েছি। আমরা শতাধিক স্থানে সচেতনতা তৈরিতে মানুষের মাঝে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। এ কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।
[৬] র্যাবের এই কর্মকর্তা বলেন, পাড়া মহল্লায়, অলি-গলিতে বা চায়ের দোকানে আড্ডা, জটলা জমে কোনোভাবে হতে দেবো না। মুভমেন্ট পাস ছাড়া কাউকে চলাচল করতে দেওয়া হবে না। সেজন্য আমাদের প্রত্যেকটি ব্যাটালিয়নকে সার্বক্ষণিক চেকপোস্ট, পেট্রোলিং কার্যক্রম চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি ব্যাটালিয়নের ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দেওয়া হয়েছে। যারা অকারণে বের হবেন এবং সরকারি নির্দেশনা প্রতিপালনে অনীহা প্রদর্শন করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।