সুজন কৈরী: [২] গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকার টান কালিয়াকৈর, কনকা রোডের একটি বাড়িতে মঙ্গলবার অভিযান চালিয়ে ফেসবুক আইডি হ্যাক করে অনৈতিক কার্যকলাপ করার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তারকৃতের নাম মো. সাকিব ওরফে আরিয়ান আতিফ (২১)। তার কাছ থেকে ২টি সিপিইউ, ১টি ক্যামেরা, ১টি ক্যামেরা স্ট্যান্ড, ১টি মেমোরী কার্ড, ১টি পেনড্রাইভ, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
[৩] বুধবার র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মুশফিকুর রহমান তুষার জানান, গত ৫ এপ্রিল রাতে ভিকটিমের ফেসবুক আইডি হ্যাক হয়। ভিকটিম তার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারে যে, গত ২৭ মার্চ ওই বান্ধবীর ফেসবুক আইডিটিও অজ্ঞাতনামা ব্যক্তি হ্যাক করে। ফেসবুক আইডি হ্যাক হওয়ায় ভিকটিমের বড় বোন গত ৬ এপ্রিল টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। আইডি হ্যাক করার পর ভিকটিম তার অপর একটি ফেসবুক আইডি দিয়ে হ্যাক হওয়া আইডিটি ফিরিয়ে দিতে হ্যাকারকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে অনুরোধ করেন। হ্যাকার ভিকটিমকে ভিডিওকলে গিয়ে অপ্রীতিকরভাবে নিজেকে উপস্থাপনের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। ভিকটিম হ্যাকারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হ্যাক হওয়া ফেসবুক আইডিতে থাকা ভিকটিমের বিভিন্ন ছবি এডিট করে অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। পরে ভিকটিমের বাবা উত্তরায় র্যাব-১ কার্যালয়ে এসে আইনগত সাহায্য চান। এরপর র্যাব-১ বিষয়টির উপর গুরুত্বারোপ করে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করে নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি বিশ্লেষনের মাধ্যমে হ্যাকার সাকিবকে গ্রেপ্তার করে।
[৪] গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করছেন এবং এরই সুবাদে ফেসবুক ও ইউটিউবসহ একাধিক সাইটে বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা অর্জন করে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার পেশার সাথে জড়িত। পেশার আড়ালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মেয়েদের ফেসবুক একাউন্ট অবৈধভাবে হ্যাক করে অনৈতিক কার্যকলাপ চালাচ্ছিলেন। গ্রেপ্তার সাকিবকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।